বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১
মাসুম পারভেজ, কেরানীগঞ্জ (ঢাকা)
  ২১ নভেম্বর ২০২৩, ১৪:৪৯
আ.লীগের মনোনয়নপত্র দাখিল করলেন যাঁরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন তিনজন। তাঁরা হলেন- বর্তমান সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট কামরুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও গরিবের ডাক্তারখ্যাত ডা. হাবিবুর রহমান। এবং ঢাকা-৩ থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

মঙ্গলবার (২১ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নির্ধারিত বুথে ফরম জমা দেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ডা. হাবিবুর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেখানো পথই আমার কাছে রাজনীতি। কোনো পার্থিব লোভে রাজনীতি করি না। বঙ্গবন্ধুর আদর্শ লালন করে রাজনীতির মাধ্যমে ঢাকা-২ ভাগ্যোন্নয়নে ঘটাতে চাই। কেরানীগঞ্জে শিক্ষা-সংস্কৃতি আর অর্থনীতির তীর্থভূমি বানানোর স্বপ্ন দেখি। বঙ্গবন্ধু কন্যা যদি আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দেন তবে তার সেই আস্থা রক্ষায় জীবন দিতেও কুণ্ঠাবোধ করব না। বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে জাতির পিতার আদর্শ সমুন্নত রাখতে কাজ করব।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে