শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
walton

বাসায় ককটেল বিস্ফোরণ নিয়ে যা বললেন মির্জা আব্বাসের স্ত্রী

যাযাদি ডেস্ক
  ২১ নভেম্বর ২০২৩, ১৪:৪৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করেছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, ‘ক্ষমতাসীনদের গুণ্ডারা আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় বাসা লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেছে।’

মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ দাবি করেন আফরোজা আব্বাস।

তিনি বলেন, সকালে একটি মোটরসাইকেলে কালো ড্রেস পরা, মাথায় কালো হেলমেট পরা এক ব্যক্তি গেটের সামনে থেকে বাসায় ককটেল ছুড়ে মারে। এ সময় বিকট শব্দ হয়। এর আগেও র‌্যাবের সদস্যরা আমার বাসায় হামলা চালায়। আমরা পুলিশকে কল করি, তারা দ্রæত এলেও নাশকতাকারী কাউকে ধরার কোনো চেষ্টা করেনি।

আফরোজা আব্বাস বলেন, এখানে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তারা মির্জা আব্বাসকে মেরে ফেলতে চায়। কারণ মির্জা আব্বাস মারা গেলে মতিঝিল, পল্টন এলাকা তাদের আওতায় থাকবে কিন্তু আব্বাস তো জেলে। আজ আমার পরিবারের লোকজন বা বাসার স্টাফরা মারা যেতে পারত।

এমন নাশকতার ঘটনায় মামলা করতে গেলে থানা কোর্ট মামলা নেয় না অভিযোগ করে তিনি বলেন, আমরা আমাদের জীবনে নিরাপত্তা চাই। নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। আপনাদের সহযোগিতা কামনা করছি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে