মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

শাজহানপুর (বগুড়া) প্রতিনিধি
  ১৭ এপ্রিল ২০২৪, ২২:৩০
ছবি : যায়যায়দিন

আসছে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিন।

বুধবার (১৭ এপ্রিল) জানাযায়, তিনি উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের কাছে তার পদত্যাগ পত্র জমা দেন।

ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের পর বিকেলে উপজেলার বীরগ্রাম এলাকায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় ভিপি সাহিন সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের এই নেতা বলেন, ছাত্র জীবন থেকেই রাজনীতিতে আছেন। মানুষের কল্যাণে কাজ করছেন।

খরনা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করতে গিয়ে প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তারপরও মানুষের ভালোবাসায় পরপর দু’বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের সেবা ও এলাকার উন্নয়ন করেছেন। ,এ সেবার পরিধি পুরো উপজেলায় ছড়িয়ে দিতে তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। এসময় সন্ত্রাসী সিন্ডিকেট নির্মূল করে উপজেলাবাসীকে একটি সুন্দর বাসযোগ্য পরিবেশ উপহার দিবেন বলে অঙ্গীকার করেন।

তিনি বলেন, জনগনের ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তীতে তিনি সংসদ নির্বাচনে অংশ নিবেন বলে জানান।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে