রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মেসি না খেলায় ক্ষমা চাইল ইন্টার মিয়ামি

যাযাদি ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪
মেসি না খেলায় ক্ষমা চাইল ইন্টার মিয়ামি

হংকং কাঁপছিল লিওনেল মেসি জ্বরে। ফুটবল নিয়ে তার জাদু দেখতে রোববার হংকং স্টেডিয়ামে চড়া দামে টিকিট কিনে হাজির হয়েছিলেন হাজার হাজার দর্শক। কিন্তু তারা হতাশা আর ক্ষোভ নিয়ে মাঠ ছেড়েছেন। ইনজুরির কারণে আর্জেন্টাইন ফরোয়ার্ড খেলেননি। হুট করে মেসিকে না খেলানোর সিদ্ধান্তে ক্ষোভ উগরে দেন ফুটবলপ্রেমীরা। প্রায় এক সপ্তাহ পর এ নিয়ে দুঃখ প্রকাশ করেছে ইন্টার মায়ামি। একই সঙ্গে এমএলএস ক্লাব জানিয়েছে, সিদ্ধান্তটা ছিল অপরিহার্য।

ম্যাচের দিন হংকং স্টেডিয়ামে ৪০ হাজার দর্শকের সামনে মেসিকে ওয়ার্মআপও করতে দেখা যায়নি। পরে মেডিক্যাল স্টাফরা সিদ্ধান্ত নেন, তাকে ও লুইস সুয়ারেজকে খেলানো অনেক বেশি ঝুঁকি হবে। পুরো মৌসুমে দুজনকে ফিট পেতে তাদের ছাড়াই দল সাজায় মায়ামি। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘আমাদের সর্বোচ্চ ইচ্ছা ছিল। রোববারের ম্যাচে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের অনুপস্থিতি হতাশা ছড়িয়েছে আমরা বুঝতে পারছি। দুই খেলোয়াড় অংশ নিতে না পারায় আমরা দুঃখ প্রকাশ করছি।’

তারা ব্যাখ্যা দিয়েছে, ‘আমরা স্বীকার করছি শেষ মুহূর্তের সিদ্ধান্ত আমাদের হংকং সমর্থক ও ইভেন্ট প্রমোটার টাটলার এশিয়াকে হতাশ করেছে। তবে অপরিহার্যভাবে একটা কথা বলতে হচ্ছে, এই সুন্দর খেলায় চোট একটি দুর্ভাগ্যজনক অংশ এবং আমাদের খেলোয়াড়দের স্বাস্থ্য সবার আগে।’

হংকংয়ে না খেললেও তিন দিন পর টোকিওতে জে-লিগ দল ভিসেল কোবের বিপক্ষে ৬০তম মিনিটে বদলি নেমেছিলেন মেসি। গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে মায়ামির হারের ম্যাচে দুটো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আটবারের ব্যালন ডি’অর জয়ী।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে