রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

যাযাদি ডেস্ক
  ১৫ মার্চ ২০২৪, ১৪:২৭
আপডেট  : ১৬ মার্চ ২০২৪, ০০:৪১
ছবি-সংগৃহিত

প্রথম জয়ের পর বাংলাদেশের লক্ষ্য এবার আজ জয়ের মাধ্যমে সিরিজ নিশ্চিত করা। সে লক্ষ্যে টসে হেরে ব্যাটিয়ে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ টাইগারদের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারীদের অধিনায়ক কুশল মেন্ডিস।

টি-টোয়েন্টি সিরিজ হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে লঙ্কানদের বিপক্ষে দারুণ এক জয়ও পেয়েছে টাইগাররা। ১-০ ব্যবধানে লিড নেওয়ার পর সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়েই আজ দ্বিতীয় ম্যাচে মাঠে লাল-সবুজের দল।

লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ এক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। বল হাতে সেদিন দুর্দান্ত পারফর্ম করেছিলেন তরুণ পেসার তানজিম সাকিব। এদিকে ব্যাট হাতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন নাজমুল শান্ত, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদরা।

শান্তর দুর্দান্ত শতকে প্রথম ম্যাচে জয় নিশ্চিত করার পর আজ সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়েই মাঠে নামছে টাইগাররা। জয়ের অক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে শান্তর দল।

এদিকে প্রথম ম্যাচে হারের পর আজ সমতায় ফেরার লক্ষ্য নিয়েই মাঠে নামছে লঙ্কানরা, একাদশেও আছে এক পরিবর্তন। মাহিশ থিকশানার পরিবর্তে আজ দলে আছেন দুনিথ ওয়াল্লালেগে।

বাংলাদেশ একাদশ নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান।

শ্রীলঙ্কা একাদশ- আভিস্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়াল্লালেগে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে