সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

টি২০ বিশ্বকাপের ট্রফি ভ্রমণ শুরু

যাযাদি ডেস্ক
  ২০ মার্চ ২০২৪, ১২:০৭
ছবি-সংগৃহিত

চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপের আসর। আসন্ন এই টুর্নামেন্টের ট্রফি ভ্রমণ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। দুইবারের টি২০ বিশ্বকাপ জয়ী ক্রিস গেইল ও যুক্তরাষ্ট্রের বোলার আলী খান নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে বিশ্বকাপ ট্রফি ভ্রমণ উদ্বোধন করেন।

বিশ্বকাপের ট্রফিটি চার মহাদেশের মোট ১৫টি দেশ পরিভ্রমণ করবে। এ সময় প্রতিটি দেশের বিখ্যাত সব স্থানসমূহে ট্রফির ফটোশুট হবে। ১৫ দেশের বাইরেও বিশ্বকাপ ট্রফি আমেরিকা মহাদেশের উদীয়মান ক্রিকেট খেলুড়ে দেশ-আর্জেন্টিনা, ব্রাজিল ও কানাডায় যাবে দেশগুলোর ক্রিকেট অনুরাগী ও ভক্তদের সম্পৃক্ত করতে।

আগামী ১ জুন থেকে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হবে টি২০ বিশ্বকাপ। তিনটি ভেন্যুতে হবে যুক্তরাষ্ট্র পর্বের ম্যাচগুলো। নিউ ইয়র্কে হবে আটটি ম্যাচ। বাকি দুটি ভেন্যুতে চারটি করে হবে বাকি আটটি ম্যাচ।

২০২৪ টি২০ বিশ্বকাপের সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ পর্বের ম্যাচগুলো হবে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা, বার্বাডোজ, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, গ্রিনাডিনেস এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে।

১৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ট্রফি ট্যুরের বিস্তারিত:

১৮ থেকে ২০ মার্চ : নিউ ইয়র্ক।

২১-২৩ মার্চ : হাস্টন, গ্র্যান্ড প্রেইরি অ্যান্ড ডালাস। ২৬-২৭ মার্চ : বুয়েন্স আয়ারস।

২৮-২৯ মার্চ : সাও পাওলো। ৩-৪ এপ্রিল : জ্যামাইকা।

১৩-১৪ এপ্রিল : বার্বাডোজ। ১৭-১৮ এপ্রিল : অ্যান্টিগা অ্যান্ড বারবুডা।

১৯-২০ এপ্রিল : সেন্ট লুসিয়া।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে