চকরিয়া সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীর চরে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান দেখতে গিয়ে বন্ধুদের সাথে খেলার সময় নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে জেএসসি পরিক্ষার্থী বিশাল। মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে ওই স্কুলছাত্রকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল হাসান বলেন, নিখোঁজ ছাত্রের নাম আওরঙ্গজেব বিশাল (১৪) বলে জানা গেছে। সে ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দিগরপানখালী গ্রামের আলমগীর কবিরের ছেলে ও চকরিয়া ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবারের জেএসসি পরিক্ষার্থী।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এখনো নিখোঁজ না কি মারা গেছে বলা যাচ্ছে না।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd