শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৮ জানুয়ারি ২০২২, ০০:০০
সংবাদ সংক্ষেপ

হুমকি যুক্তরাষ্ট্রের

রাশিয়াকে ১৮টি শাস্তির

মুখে পড়তে হবে

ম যাযাদি ডেস্ক

রাশিয়া যদি ইউক্রেনে সামরিক অভিযান চালায়, তাহলে মস্কোর বিরুদ্ধে ১৮ রকমের জবাব প্রস্তুত রেখেছে ওয়াশিংটন। রোববার এ কথা বলেছেন মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

তিনি বলেন, 'আমি শুধু বলব, রাশিয়া যদি কোনোভাবে ইউক্রেনে সামরিক অভিযান চালায়, তাহলে মিত্রদের ব্যাপারে আমাদের যে প্রতিশ্রম্নতি রয়েছে, আমরা তা পূরণ করব এবং রাশিয়ার জন্য সেসব ক্ষতি হবে অত্যন্ত দ্রম্নত

এবং মারাত্মক।'

রাশিয়ার বিরুদ্ধে এই ধরনের হুমকি দিলেও যুক্তরাষ্ট্রের শীর্ষপর্যায়ের কূটনীতিক ওয়াশিংটনের সম্ভাব্য জবাব সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। তবে নুল্যান্ড প্রতিশ্রম্নতি ব্যক্ত করে বলেছেন, রাশিয়া যদি আগ্রাসীমূলক তৎপরতা চালায়, তাহলে তাদের ক্ষতি হবে উচ্চমূল্যের। নুল্যান্ড আরও বলেন, এ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ন্যাটো জোটের আওতায় যে সব নিষেধাজ্ঞা আরোপ করেছে, এবারের পদক্ষেপ হবে তার চেয়ে ভিন্ন।

এসব কথা বলার পাশাপাশি ভিক্টোরিয়া নুল্যান্ড কূটনৈতিক প্রক্রিয়ার কথাও বলেছেন। তিনি বলেছেন, 'আমরা আশা করি, আলোচনার মাধ্যমে হয়তো একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে এবং তার জন্য সময় প্রয়োজন।' তিনি বলেন, 'আমরা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের লক্ষ্যে যেসব ধারণা উপস্থাপন করেছি, সেগুলোর জন্য রাশিয়া আলোচনার টেবিলে থাকবে, তবে সেটি সম্পূর্ণ প্রেসিডেন্ট পুতিনের ব্যাপার। সংবাদসূত্র : পার্স টুডে

চীনে বার্ষিক জন্মহার

কমার রেকর্ড

ম যাযাদি ডেস্ক

চীনের মূল ভূখন্ডের জন্মহার গত বছর রেকর্ড হ্রাস পেয়ে প্রতি হাজারে সাত দশমিক ৫২ জন হয়েছে। সোমবার দেশটির ন্যাশনাল বু্যরো অব স্টাটিস্টিকস এ তথ্য দিয়েছে।

১৯৪৯ সালে দেশটির স্টাটিস্টিকস বু্যরো তথ্য সংগ্রহ করা শুরু করার পর থেকে এই জন্মহার সর্বনিম্ন।

২০২১ সালে চীনে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির হার ছিল মাত্র ০.০৩৪ শতাংশ; তথ্য অনুযায়ী যা ১৯৬০ সালের পর থেকে সবচেয়ে কম।

প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ২০২১ সালে দেশটিতে এক কোটি ছয় লাখ ২০ হাজার ?শিশুর জন্ম হয়েছে, এর আগের বছর ২০২০ সংখ্যাটি ছিল এক কোটি ২০ লাখ। ২০২০ সালে প্রতি হাজারে জন্মহার ছিল আট দশমিক ৫২।

জনসংখ্যায় বৃদ্ধদের অংশ দ্রম্নত বাড়তে শুরু করায় অর্থনৈতিক ঝুঁকি এড়াতে চীন ২০১৬ সালে কয়েক দশকের পুরনো 'এক সন্তান নীতি' থেকে সরে দুই সন্তান নীতি চালু করে। কিন্তু শহুরে জীবনযাপনের উচ্চ খরচের কারণে দম্পতিরা আরও সন্তান নেওয়া থেকে

বিরত থাকেন।

ধারাবাহিকভাবে জন্মহার কমতে থাকায় গত বছর বেইজিং দম্পতিদের সর্বোচ্চ তিন সন্তান নেওয়ার অনুমতি দেওয়া শুরু করে। সংবাদসূত্র : রয়টার্স

টেক্সাসের জিম্মিকারী

ব্রিটিশ নাগরিক

ম যাযাদি ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি ইহুদি উপাসনালয়ে (সিনাগগ) চার জনকে জিম্মি করে রাখা ব্যক্তিকে শনাক্ত করেছে এফবিআই। মার্কিন তদন্ত সংস্থাটি জানিয়েছে, ওই ব্যক্তি ৪৪ বছরের ব্রিটিশ নাগরিক মালিক ফয়সাল আকরাম। এফবিআই জানিয়েছে, এই ঘটনায় এখন

পর্যন্ত অন্য কারও জড়িত

থাকার ইঙ্গিত নেই।

স্থানীয় সময় শনিবার সকালের প্রার্থনার মধ্যে ঢুকে পড়ে চার জনকে জিম্মি করে হামলাকারী। প্রায় ১০ ঘণ্টা পর নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে জিম্মি সবাইকে মুক্ত করা হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে বন্দুকধারীর

মৃতু্য হয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই জিম্মির ঘটনাকে 'সন্ত্রাসী কর্মকান্ড' আখ্যা দিয়েছেন এবং যুক্তরাজ্যও এই হামলার নিন্দা জানিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এই ঘটনাকে 'সন্ত্রাসী এবং ইহুদি বিদ্বেষী কর্মকান্ড' আখ্যা দিয়ে বলেছেন, 'ঘৃণা ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের নাগরিকদের স্বাধীনতা এবং অধিকার রক্ষায় আমরা যুক্তরাষ্ট্রের পাশে আছি।'

এদিকে, ব্রিটিশ পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে আটক করেছে। জিম্মি সংকটের অবসানের কয়েক ঘণ্টার মধ্যেই ব্রিটিশ সন্ত্রাস দমন পুলিশ দুই ব্যক্তিকে আটক এবং এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদ করছে। তাদেরকে দক্ষিণ ম্যানচেস্টার থেকে আটক করা হয়।

জিম্মিকারী তার বোনের মুক্তি দাবি করেছিল। পাকিস্তানের নাগরিক আফিয়া সিদ্দিকি একজন বিজ্ঞানী। আফগানিস্তানে মার্কিন সামরিক কর্মকর্তাদের ওপর হামলা জেরে ২০১০ সালে ৮৬ বছরের কারাদন্ড দেওয়া হয় তাকে।

বর্তমানে টেক্সাসের একটি কারাগারে সাজা ভোগ করছেন আফিয়া। উলেস্নখ্য, আক্রান্তদের কাছে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন মালিক ফয়সাল আকরামের এক ভাই। তিনি জানিয়েছেন, তার ভাইয়ের মানসিক স্বাস্থ্য জটিলতা ছিল। সংবাদসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে