সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
মলদোভার অভিযোগ

রাশিয়া অভু্যত্থানের চক্রান্ত করছে

যাযাদি ডেস্ক
  ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
প্রেসিডেন্ট মায়া সান্দু

রাশিয়া বিদেশি 'নাশকতাকারীদের' ব্যবহার করে অভু্যত্থানের মাধ্যমে মলদোভার বর্তমান ইইউপন্থি সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট মায়া সান্দু। গত শুক্রবার তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দোরিন রেচানকে বেছে নেন।

সান্দুর অভিযোগ, 'তথাকথিত বিরোধীরা বিক্ষোভ আয়োজনের মাধ্যমে ওই চক্রান্তে জড়িত হয়েছে। তারা সাংবিধানিক সরকারকে উৎখাত করতে চায়।'

ইউরোপের দরিদ্র দেশগুলোর একটি মলদোভা। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ মলদোভাকে দারুণ চাপে ফেলে দিয়েছে।

গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, মলদোভাকে ধ্বংসের পরিকল্পনা করেছে রাশিয়া। কিয়েভের গোয়েন্দা সংস্থা এ তথ্য পেয়েছে বলে দাবি।

ইউক্রেন ও রোমানিয়ার মাঝখানে ছোট্ট দেশ মলদোভা। গত গ্রীষ্মে দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য

হওয়ার আবেদন করে।

মলদোভার মোট জনসংখ্যা ২৬ লাখ। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর সে দেশ থেকে প্রচুর মানুষ প্রাণ বাঁচাতে মলদোভায় আশ্রয় নিয়েছেন।

মস্কোপন্থি অঞ্চল ত্রান্সনিসত্রিয়া নিয়েও দুঃশ্চিন্তায় রয়েছেন সান্দু সরকার। যেখানে প্রায় দেড় হাজার রুশ সেনা ঘাঁটি গেড়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ মলদোভা প্রাকৃতিক গ্যাসের জন্য রাশিয়ার

ওপর নির্ভরশীল।

প্রেসিডেন্ট সান্দু অভিযোগ করেন, রাশিয়া 'সেনাবাহিনীতে কাজ করছে- এমন ব্যক্তিদের নাশকতায় ব্যবহারে পরিকল্পনা করেছে। তারা বেসামরিক পোশাক পরে ছদ্মবেশে হিংসাত্মক পদক্ষেপ নেওয়ার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আক্রমণ ও জিম্মি করার চক্রান্ত করেছে'। সংবাদসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে