সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রেসিডেন্টকে চিঠি

জেনারেল বাজওয়া সংবিধান লঙ্ঘন করেছেন :ইমরান

যাযাদি ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
ইমরান খান

সাবেক সেনাপ্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) কামার জাভেদ বাজওয়ার বিরুদ্ধে এবার প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে চিঠি লিখেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেনাপ্রধান হিসেবে বাজওয়া চারভাবে সংবিধান লঙ্ঘন করেছেন বলে তার অভিযোগ। এসব অভিযোগ তুলে ধরে তার বিরুদ্ধে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন ইমরান। সংবাদসূত্র : ডন গত ১৪ ফেব্রম্নয়ারি প্রেসিডেন্টের কাছে ওই চিঠি লিখেছেন ইমরান। সেনাপ্রধান হিসেবে জেনারেল বাজওয়া যে চারভাবে সংবিধান লঙ্ঘন করেছেন, তা তুলে ধরে 'প্রমাণ' হিসেবে ৯ ফেব্রম্নয়ারি জাভেদ চৌধুরী নামের একজন কলামিস্টের লেখাকে উদ্ধৃত করেছেন ইমরান। পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) নেত্রী শিরিন মাজারিও তার দলীয় প্রধানের পদক্ষেপের কথা নিজের টুইটারে প্রকাশ করেছেন। সেখানে ইমরানের ওই চিঠির ছবিও প্রকাশ করেছেন। জাভেদ চৌধুরীর কলামকে উদ্ধৃত করে চিঠিতে ইমরান লিখেছেন- সাংবাদিক জাভেদ চৌধুরীর কাছে জেনারেল বাজওয়া স্বীকার করেছেন, 'ইমরান যদি ক্ষমতায় অব্যাহত থাকেন, তাহলে দেশের জন্য তিনি বিপজ্জনক হবেন বলে আমরা মনে করি।' ইমরান আরও যোগ করেছেন, জেনারেল বাজওয়ার কাছ থেকে নিশ্চিত হতে হবে, 'আমরা' বলতে তিনি কাকে বুঝিয়েছেন। ইমরান খান প্রশ্ন রাখেন, যদি একজন নির্বাচিত প্রধানমন্ত্রী দেশের ক্ষমতায় অব্যাহত থাকেন, তাহলে সেই প্রধানমন্ত্রী দেশের জন্য বিপজ্জনক হবেন, এটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে কে দিয়েছেন? শুধু জনগণ ভোট দেওয়ার মাধ্যমে সিদ্ধান্ত জানাতে পারেন, তারা কাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। কিন্তু তার (জেনারেল বাজওয়া) এমন সিদ্ধান্ত নেওয়ায় সংবিধান লঙ্ঘন করেছেন তিনি। দ্বিতীয় যে অভিযোগ জেনারেল বাজওয়ার বিরুদ্ধে উত্থাপন করেছেন ইমরান, তাহলো- শওকত তারিনের বিরুদ্ধে ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি বু্যরোর (এনএবি) মামলা খারিজ করতে সক্ষম হয়েছেন তিনি। এ কথা স্বীকার করেছেন জেনারেল বাজওয়া। ইমরান বলেন, তার এই স্বীকার করা এটাই বলে, এনএবি ছিল সাবেক এই সেনাপ্রধানের নিয়ন্ত্রণে, যা শপথ গ্রহণের ক্ষেত্রে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। কারণ সেনাবাহিনী হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। অন্যদিকে এনএবি হলো একটি বেসামরিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তারা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে