সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর প্রকৃত মর্যাদা নেই :চীন

যাযাদি ডেস্ক
  ২৫ এপ্রিল ২০২৩, ০০:০০

ফ্রান্সের রাজধানী প্যারিসে বেইজিংয়ের রাষ্ট্রদূত বলেছেন, আন্তর্জাতিক আইনে সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর 'প্রকৃত মর্যাদা' নেই। ইউক্রেনের মতো সাবেক সোভিয়েত দেশের সার্বভৌমত্ব নিয়ে চীন এই প্রশ্ন তোলায় প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্স। সংবাদসূত্র : রয়টার্স, ডিডাবিস্নউ নিউজ

ফরাসি একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে রাষ্ট্রদূত লু শায়েকে প্রশ্ন করা হয়েছিল- ক্রিমিয়া ইউক্রেনের অংশ কি না। জবাবে তিনি বলেন, ইতিহাস বলে- এটি রাশিয়ার অংশ এবং সাবেক সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ ইউক্রেনকে দিয়ে দিয়েছিলেন। লু বলেন, এই সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর আন্তর্জাতিক আইনে প্রকৃত কোনো মর্যাদা নেই। কারণ তাদের সার্বভৌম মর্যাদা বাস্তবায়িত করার জন্য কোনো আন্তর্জাতিক চুক্তি নেই।

চীনা রাষ্ট্রদূতের শুক্রবার দেওয়া এই বক্তব্যের প্রতিক্রিয়া প্যারিস জানিয়েছে রোববার। যেসব মিত্র দেশ সংকটে পড়েছে, তাদের প্রতি ফ্রান্সের 'পূর্ণ সংহতি' রয়েছে বলেও মন্তব্য করেছেন ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। তিনি বলেন, 'দশকের পর দশক ধরে নিপীড়নের পর এই রাষ্ট্রগুলো তাদের স্বাধীনতা অর্জন করেছে।'

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশেষ করে ইউক্রেনের বিষয়ে বললে, ক্রিমিয়াসহ এই দেশকে ১৯৯১ সালে চীনসহ পুরো আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দিয়েছিল। তিনি বলেন, চীনকে স্পষ্ট করতে হবে, এই বক্তব্য তাদের আনুষ্ঠানিক অবস্থানের প্রতিফলন কি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে