সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
আনুষ্ঠানিক ঘোষণা

আবারও ভোটে লড়বেন বাইডেন

রানিং মেট হিসেবে থাকবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রাম্প-বাইডেনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা দেখতে চান না বেশিরভাগ আমেরিকান
যাযাদি ডেস্ক
  ২৬ এপ্রিল ২০২৩, ০০:০০
প্রেসিডেন্ট জো বাইডেন

২০২৪ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন পাওয়ার জন্য প্রচারে নামার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি নিজের নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করেন। এতে তিনি মার্কিন নাগরিকদের আবারও চার বছর মেয়াদে তাকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন। যাতে করে যে কাজ তিনি শুরু করেছিলেন, তা সম্পন্ন করতে পারেন। সংবাদসূত্র : রয়টার্স, গার্ডিয়ান, বিবিসি ২০১৯ সালে রাজনীতিতে ফেরার চতুর্থ বার্ষিকীতে মনোনয়ন প্রার্থিতার ঘোষণা দিলেন বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বাইডেনের এটি তৃতীয় লড়াই। তার রানিং মেট হিসেবে থাকবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। একই দিনে তিনিও নির্বাচনের প্রচার শুরু করেছেন। জনপ্রিয়তা প্রায় তলানিতে নিয়ে ২০২৪ সালের হোয়াইট হাউসের লড়াইয়ে নামছেন বাইডেন। তার বয়স নিয়েও উদ্বেগ রয়েছে। এরই মধ্যে তিনি মার্কিন ইতিহাসের বয়স্ক প্রেসিডেন্ট। বাইডেনের আবার নির্বাচনে লড়ার এই সিদ্ধান্ত ৮০ বছর বয়সি ডেমোক্রেট প্রার্থীকে আমেরিকানরা আরেক দফায় চার বছরের জন্য হোয়াইট হাউসে যাওয়ার সুযোগ দেবেন কি-না, তা সময়ই বলবে। আমেরিকার ইতিহাসে এরই মধ্যে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্টের রেকর্ড গড়েছেন বাইডেন। বাইডেন তার নির্বাচনী নতুন প্রচার দলের প্রকাশিত চটকদার ভিডিওতে ঘোষণা দিয়েছেন, আমেরিকার গণতন্ত্র রক্ষা করাই তার কাজ। ভিডিওটি শুরু হয়েছে আমেরিকার পার্লামেন্ট ভবনে ২০২১ সালের ৬ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার দৃশ্য দিয়ে। ভিডিওতে বাইডেন বলেন, 'চার বছর আগে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সময় আমি বলেছিলাম, আমরা আমেরিকার আত্মার জন্য লড়াই করছি এবং আমরা এখনো এই লড়াইয়ের মাঝে আছি।' তিনি বলেন, 'এটা আত্মতুষ্টির সময় নয়। সে জন্য আমি পুনরায় নির্বাচনে লড়ছি।' মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, চলুন এই কাজটি শেষ করি। আমি জানি আমরা পারব।' বাইডেন দেশটির বিরোধী রাজনৈতিক দল রিপাবলিকানের পস্ন্যাটফর্মগুলোকে আমেরিকার স্বাধীনতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন। ভিডিও বার্তায় স্বাস্থ্যসেবা সীমিত করার প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রম্নতি, সামাজিক সুরক্ষা বৃদ্ধি এবং বিতর্কিত বই নিষিদ্ধ করবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে দেশটির 'মাগা চরমপন্থিদের' তীব্র সমালোচনা করেছেন তিনি। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'মেইক আমেরিকা গ্রেট এগেইন' রাজনৈতিক স্স্নোগানের সংক্ষিপ্ত রূপ হলো মাগা। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বাইডেনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে লড়াইয়ে নামতে পারেন ট্রাম্প। ট্রাম্প-বাইডেনের প্রতিদ্বন্দ্বিতা দেখতে চান না বেশিরভাগ আমেরিকান যদিও আমেরিকার বেশিরভাগ মানুষ প্রেসিডেন্ট জো বাইডেন কিংবা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চান না। এই দুই প্রার্থী নির্বাচনে অংশ নিলে তা হবে অত্যন্ত তিক্ত প্রতিদ্বন্দ্বিতা, এমন আশঙ্কা সাধারণ মানুষের। আমেরিকার 'এনবিসি নিউজ' এক জরিপে বলছে, ৬০ ভাগ আমেরিকান মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন করে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামা উচিত হবে না। এর মধ্যে তিন ভাগের এক ভাগ রিপাবলিকান ভোটার রয়েছেন, যারা ট্রাম্পকে প্রার্থী হিসেবে দেখতে চান না। রিপাবলিকান এই ভোটারদের মধ্যে ৩০ ভাগ আবার বলছেন, ট্রাম্পের বিরুদ্ধে নিউ ইয়র্কের আদালতে ফৌজদারি অভিযোগ থাকার কারণে তারা ট্রাম্পকে প্রার্থী হিসেবে দেখতে ইচ্ছুক নন। এদিকে, ৭০ ভাগ আমেরিকান মনে করেন, প্রেসিডেন্ট বাইডেনের দ্বিতীয় দফায় নির্বাচন করা উচিত হবে না। এই ৭০ ভাগের মধ্যে শতকরা ৫১ ভাগ ডেমোক্রেট সমর্থক। যেসব মানুষ বাইডেনের প্রার্থিতার বিরোধিতা করছেন, তাদের বেশিরভাগ মনে করেন- বাইডেনের বয়স বেশি হওয়ায় তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ঠিক হবে না। কারণ তার যা বয়স, এমন অবস্থায় প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। গত নভেম্বরে আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনের পরপরই ডোনাল্ড ট্রাম্প আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য প্রচারাভিযান শুরু করেছেন। অন্যদিকে, জো বাইডেন কয়েকবার প্রার্থী হওয়ার বিষয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছেন। তবে এখনো প্রকাশ্য ঘোষণা দেননি। সম্প্রতি তিনি বলেছেন, শিগগিরই প্রার্থিতার ঘোষণা দেবেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে