সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
মুনের সফর

মিয়ানমারে সহিংসতা বন্ধে সেনাবাহিনীকেই পদক্ষেপ নিতে হবে

যাযাদি ডেস্ক
  ২৬ এপ্রিল ২০২৩, ০০:০০

মিয়ানমারে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। আর এ ক্ষেত্রে দেশটির সেনাবাহিনীকেই 'প্রথম পদক্ষেপ নিতে হবে' বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার দেশটির ক্ষমতাসীন জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করার পর মুন এ আহ্বান জানান। সংবাদসূত্র : রয়টার্স

চলতি সপ্তাহের এ সফরে মুন মিয়ানমারের সংস্কারবাদী সাবেক প্রেসিডেন্ট থিয়েন সেইনের সঙ্গেও বৈঠক করেছেন। সহিংসতা কবলিত মিয়ানমারে মুনের এ সফরকে শান্তি প্রতিষ্ঠার মিশন হিসেবে দেখা হচ্ছে।

মিয়ানমারের সামরিক বাহিনীর আমন্ত্রণে রোববার দেশটিতে যান দক্ষিণ কোরিয়ার নাগরিক মুন। সফরে দেশটির জেনারেলদের ২০২১ সালে 'অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশন্স' (আসিয়ান)-এর সঙ্গে ঐকমত্য হওয়া শান্তি সমঝোতা অনুযায়ী কাজ করার আহ্বান জানান তিনি।

মুন সতর্ক করে বলেন, 'মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন করা হলে তা আরও সহিংসতা ও বিভক্তির ঝুঁকি তৈরি করবে আর মিয়ানমারের জনগণ, আসিয়ান ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায় ওই ভোটের ফলের স্বীকৃতি দেবে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে