সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় সাগরের তলদেশে ভূমিকম্প

যাযাদি ডেস্ক
  ২৬ এপ্রিল ২০২৩, ০০:০০

ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলে সাগরের তলদেশে ৭ দশমিক ৩ মাত্রার এক ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি ও আতঙ্ক ছড়িয়ে পড়ার পর সতর্কতা তুলে নিয়ে স্থানীয় বাসিন্দাদের সাবধান থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার স্থানীয় সময় ভোররাত প্রায় ৩টার দিকে ভূমিকম্পটি হয়, এর পরপরই সুনামি সতর্কতা জারি করা হলেও প্রায় দুই ঘণ্টা পর সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়। বেশ কয়েকটি পরাঘাত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

২০০৯ সালে পশ্চিম সুমাত্রা প্রদেশ ও এর প্রধান শহর পাডাংয়ে ৭ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে ১ হাজার ১০০ জনের বেশি মানুষের মৃতু্য হয়েছিল। ওই ভূমিকম্পে আরও অনেক বেশি মানুষ আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

ইন্দোনেশিয়া 'প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা' (প্যাসিফিক রিং অব ফায়ার)-এর ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু দ্বীপের সমষ্টি, এই এলাকাটিতে পৃথিবী পৃষ্ঠের অনেকগুলো পৃথক খন্ড (পেস্নট) মিলিত হওয়ায় এটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় একটি অঞ্চল। এখানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও অগ্নু্যৎপাতের ঘটনা ঘটে। সংবাদসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে