একদম শেষ মুহূর্তে এসে সরকার অচল (শাটডাউন) হওয়া এড়াতে সক্ষম হয়েছে আমেরিকা। সরকারে স্বল্পমেয়াদী অর্থায়নের বিষয়ে প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ও সিনেটের মধ্যে সমঝোতা হওয়ায় বড় সংকট থেকে বেঁচে গেছে বাইডেন প্রশাসন। এই চুক্তি না হলে আমেরিকার লাখ লাখ সরকারি কর্মচারীকে বিনা বেতনে ছুটিতে পাঠাতে হতো, বন্ধ হয়ে যেত সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেবা। সংবাদসূত্র : বিবিসি, আল-জাজিরা
শনিবার মার্কিন সরকারকে আগামী নভেম্বরের মধ্যভাগ পর্যন্ত অর্থায়ন সংক্রান্ত একটি বিল (স্টপগ্যাপ ফান্ডিং বিল) ৮৮-৯ ভোটে পাস হয় সিনেটে। তবে এতে ইউক্রেনের জন্য নতুন কোনো সহায়তার পরিকল্পনা রাখা হয়নি।
এর আগে, আমেরিকার পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে দ্বিপক্ষীয় সমর্থনে পাস হয়ে আসে বিলটি। ৪৫ দিনের এই অস্থায়ী অর্থায়ন পরিকল্পনাটি উত্থাপন করেছিলেন মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি। এটি পাস হওয়ায় আপাতত স্বস্তি পেল ডেমোক্রেট সরকার।
এর আগে, নতুন অর্থায়ন বিল নিয়ে একদল কট্টর রিপাবলিকান সদস্য আপত্তি তোলায় আংশিক অচল হওয়ার ঝুঁকিতে পড়েছিল বাইডেন প্রশাসন। চুক্তি না হলে রোববার বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে অচল হয়ে পড়ত মার্কিন সরকারের একটি বড় অংশ। কিন্তু শনিবার এক নাটকীয় পরিবর্তনের পর হাউস রিপাবলিকানরা অস্থায়ী অর্থায়ন বিল পাসে সম্মতি দেন। যদিও রিপাবলিকানদের চেয়ে এই প্রস্তাবে ডেমোক্রেটদের সমর্থন বেশি ছিল। অন্তত ৯০ জন রিপাবলিকান সদস্য এর বিপক্ষে ভোট দিয়েছেন।
আমেরিকান সরকারের কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আরও ৪৫ দিনের জন্য চালু রাখতে ও শাটডাউন এড়াতে একেবারে শেষ মুহূর্তে মার্কিন কংগ্রেসের উভয়কক্ষে তহবিল বিল পাস হয়। বিলটি পাসের ফলে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকারি অর্থায়ন বজায় থাকবে। তবে শনিবার গভীর রাতে পাস হওয়া স্টপগ্যাপ তহবিল বিলে ইউক্রেনের জন্য নতুন কোনো সহায়তা রাখা হয়নি।
হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি ৪৫ দিনের এই তহবিল বিলের প্রস্তাব দেন। পরে তা কংগ্রেসের উভয়কক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস ও সিনেটে পাস হয়। হাউস অব রিপ্রেজেনটেটিভসে বিলটি ৩৩৫-৯১ ভোটে পাস হয়। আর সিনেটে পাস হয় ৮৮-৯ ভোটে। স্পিকার ম্যাকার্থির আশা, ৪৫ দিনের নতুন সময়সীমার মধ্যে রিপাবলিকান ও ডেমোক্রেটরা একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে পারবেন। তিনি বলেন, '৪৫ দিনের মধ্যে আমরা আমাদের সব কাজ শেষ করতে পারব।' তার আশা, যেসব কট্টর ডানপন্থি রিপাবলিকান এই বিলের বিরোধিতা করেছেন, তারাও তখন সমর্থন দেবেন।
ম্যাকার্থি বলেছেন, রাশিয়ার হামলা 'ভয়াবহ'। তবে তিনি মনে করেন, এ জন্য ইউক্রেনকে অগাধ অর্থ দেওয়া যাবে না। তিনি বলেন, 'যা দীর্ঘমেয়াদে ঘটতে যাচ্ছে, তা নিয়ে আমি সত্যিই উদ্বিগ্ন। তবে আমি কোনো অর্থ নষ্ট হতে দিতে চাই না।'
রাশিয়ার বিরুদ্ধে লড়তে কিয়েভকে অস্ত্র ও তহবিল দেওয়াটা বাইডেন প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের বিষয়। তবে দেশটির জন্য কোটি কোটি ডলারের সহায়তা শেষ পর্যন্ত নবায়ন করা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন আছে।
শাটডাউন এড়ানোর বিলে বাইডেনের অনুমোদন
এদিকে, শাটডাউন এড়ানোর বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এটি এখন আইনে পরিণত হয়েছে। ফলে কেন্দ্রীয় সংস্থাগুলোতে অর্থায়ন অব্যাহত থাকবে। যদিও এর সময়কাল খুবই কম। এছাড়াও দ্রম্নত সময়ের মধ্যে ইউক্রেনের জন্য সহায়তা বিলটি অনুমোদন করার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
শনিবার এক বিবৃতিতে বাইডেন বলেন, 'ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা কর্মসূচি ব্যাহত হওয়ার মতো কোনো পরিস্থিতিতে আমরা যেতে পারি না। আমার সম্পূর্ণ বিশ্বাস, স্পিকার ইউক্রেনের জনগণকে দেওয়া প্রতিশ্রম্নতি রাখবেন এবং এই সংকটকালে ইউক্রেনকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পথ নিশ্চিত করবেন।' বাইডেন তার এই বিবৃতিতে স্পিকার বলতে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থিকে বুঝিয়েছেন।
বাইডেন চান মার্কিন বাজেটে ইউক্রেনের জন্য দুই হাজার ৪০০ কোটি ডলার মূল্যের সামরিক সহায়তার বিষয়টি অন্তর্ভুক্ত করতে। তা করতে হলে মার্কিন আইনপ্রণেতাদের এখন আলাদা একটি বিল পাস করাতে হবে। এ নিয়ে আগামী সপ্তাহের শুরুর দিকে ভোট হতে পারে। বিবৃতিতে বাইডেন আরও বলেছেন, শাটডাউন এড়াতে বিল পাস হওয়ার ঘটনাটি আমেরিকানদের জন্য ভালো খবর।