শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
চীন ঠেকানো

সাবমেরিনের জন্য বিপুল অর্থ ঢালছে যুক্তরাজ্য

যাযাদি ডেস্ক
  ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০
সাবমেরিনের জন্য বিপুল অর্থ ঢালছে যুক্তরাজ্য

চীনের আধিপত্য ঠেকাতে পারমাণবিক সাবমেরিনের (ডুবোজাহাজ) জন্য ৪৬০ কোটি ইউরো খরচ করবে যুক্তরাজ্য। এইইউকেইউএস (আকুস) প্রকল্পে এই টাকা ঢালছে তারা। সাবমেরিন তৈরি করবে যুক্তরাজ্যের সংস্থা 'বিএই সিস্টেমস'। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও আমেরিকার ত্রিপক্ষীয় আকুস চুক্তির আওতায় এই সাবমেরিন তৈরি করা হবে। সংবাদসূত্র : আল-জাজিরা, এএফপি, রয়টার্স

অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও আমেরিকা এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নিজেদের ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আকুস জোট তারই অন্যতম ফসল। ২০২১ সালে এই জোট তৈরি হয়েছিল। সেই জোট সিদ্ধান্ত নিয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনকে টক্কর দিতে তারা পরমাণু অস্ত্র মজুত সাবমেরিন মোতায়েন করবে। ২০৩০ সালের মধ্যে এই কাজ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই প্রকল্পকে বাস্তবায়িত করতে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। পরমাণু সাবমেরিন তৈরির জন্য তারা ৪.৬ বিলিয়ন ইউরো খরচের সিদ্ধান্ত নিয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস রোববার ম্যানচেস্টারে কনসারভেটিভ পার্টির একটি কনভেনশনে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি সাংবাদিকদের একথা জানিয়েছেন। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, '২০২৮ সাল পর্যন্ত এই অর্থ দেওয়া হবে। তার মধ্যেই বিএই তাদের সাবমেরিন তৈরি করবে।' যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বলেছে, বিএই সিস্টেমস, রোলস-রয়েস ও ব্যবকক কোম্পানির সঙ্গে চুক্তিটি যুক্তরাজ্য ও ত্রিপক্ষীয় আকুস কর্মসূচির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বিএই জানিয়েছে, অর্থ ঢুকতে শুরু করলেই তারা সাবমেরিনের ডিজাইনের দিকে মন দেবে। ২০২৮ সাল পর্যন্ত সাবমেরিন তৈরির কাজ চলবে। ২০৩০ সালের শেষ দিকে এসব সাবমেরিনের প্রথম চালান যুক্তরাজ্যে মোতায়েন করা হতে পারে। অস্ট্রেলিয়ায় মোতায়েন করা হবে ২০৪০ সালের শুরুর দিকে।

প্রকল্পটি যুক্তরাজ্যে শুরু হলেও পরবর্তী সময়ে তা অস্ট্রেলিয়াও তৈরি করবে। এই সাবমেরিন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পশ্চিমা দেশগুলোর ক্ষমতা অনেকটাই বাড়াবে বলে বিশেষজ্ঞদের ধারণা। চীন এই জোটের তীব্র বিরোধিতা করেছে। চীন জানিয়েছে, এই জোট ঠান্ডাযুদ্ধের (কোল্ড ওয়ার) পর ফের এই অঞ্চলে অশান্তি তৈরির পরিকল্পনা করছে। কিন্তু পশ্চিমা দেশগুলোর বক্তব্য, ওই অঞ্চলে চীন ক্রমশ নিজের আধিপত্য তৈরির চেষ্টা করছে। গত কয়েক বছরে চীন নিজের নৌশক্তি ঢেলে সাজিয়েছে। দক্ষিণ চীন সাগরে তারা যুদ্ধজাহাজ, সাবমেরিন মোতায়েন করেছে। তারই জবাব দেওয়ার জন্য এই নতুন সাবমেরিন তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে