রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

তাইওয়ান প্রণালিতে ফের চীনা বেলুন

যাযাদি ডেস্ক
  ০৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০

তাইওয়ান প্রণালিতে আবারও চীনা আবহাওয়া বেলুন দেখা গেছে। বেলুনটি প্রণালির মধ্যরেখা পার হয়ে এসেছে বলে জানিয়েছে তাইওয়ান। শুক্রবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত বৃহস্পতিবার বেলুনটি সীমানা অতিক্রম করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় এক মাস আগে এমন ঘটনা ঘটল।

ভূখন্ডটির প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং পার্লামেন্টে সাংবাদিকদের বলেন, প্রাথমিক ধারণা- চীন থেকে ভেসে আসা বেলুনটি শব্দযুক্ত ছিল। তিনি বলেন, তাইওয়ানে আগামী ১৩ জানুয়ারি প্রেসিডেন্ট ও পার্লামেন্টে নির্বাচন

অনুষ্ঠিত হবে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলুনটি উত্তর তাইওয়ানের শহর কিলুং থেকে ১৮৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে দেখা গেছে। সরে যাওয়ার আগে বেলুনটি প্রায় এক ঘণ্টা পূর্ব দিকে এসেছিল।

তবে চলতি বছরের শুরুর দিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, চীনের উপকূলের কাছাকাছি তাইওয়ানি-অধিষ্ঠিত দ্বীপে একটি বেলুন নেমেছিল। সেটিকে আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হয়েছিল। কিন্তু কোনো অডিও-ভিজু্যয়াল রেকর্ডিং সরঞ্জাম ছিল না। সংবাদসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে