রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সিকৃবিতে চলচ্চিত্র প্রদশর্নী

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৭ জানুয়ারি ২০১৯, ০০:০০
সিকৃবিতে চলচ্চিত্র প্রদশর্নী
সিকৃবিতে চলচ্চিত্র প্রদশর্নী

২৪ জানুয়ারি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) চলচ্চিত্র সংসদের আয়োজনে নবীনদের বরণ করতে চলচ্চিত্র প্রদশর্নী অনুষ্ঠিত হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শুভাশীষ রায় পরিচালিত চলচ্চিত্র ‘কাটুস কুটুস’ ও ‘অপরাজিতা মুক্তির শিক্ষা সফর’ প্রদশির্ত হয়। চলচ্চিত্র দুটিতে অভিনয় করেছেন মনোজ কুমার ও পিয়া বিপাশা। প্রদশর্নীতে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি মোনায়েম হোসেন, সহসভাপতি উত্তম কুমার, প্রদশর্নী ও উৎসববিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ ফাগুন। অথর্ সম্পাদক গোলাম কিবরিয়া, কাযির্নবার্হী সদস্য ইফতি, রাজীব, ইবনে সিনা, শ্রাবণ। দুটি প্রদশর্নীতে চার শতাধিক শিক্ষাথীর্ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে