সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির বিজ্ঞান

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
  ০২ আগস্ট ২০২৩, ০০:০০

৫ম অধ্যায়

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫২ ও ৫৩নং প্রশ্নের উত্তর দাও :

আলো, পানি, অভিকর্ষ উদ্ভিদদেহে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদে চলন ও বৃদ্ধি সংঘটিত হয়।

৫২. দ্বিতীয় কাজটিতে সহায়তাকারী হরমোন কোনটি?

ক. জিব্বেরেলিন খ. ইন্ডোল অ্যাসিটিক এসিড

গ. ফ্লোরিজেন ঘ. ইথিলিন

উত্তর : ক. জিব্বেরেলিন

৫৩. প্রথম কাজটি কোন ধরনের?

ক. ট্রফিক খ. ধীর গতির

গ. এনট্রপিক ঘ. দ্রম্নতগতির

উত্তর : ক. ট্রফিক

৫৪. নিউরনের প্রধান অংশ কোনটি?

ক. অ্যাক্সন খ. ডেনড্রাইট

গ. ডেনড্রন ঘ. কোষদেহ

উত্তর :ঘ. কোষদেহ

৫৫. মস্তিষ্ক অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত। এদের নাম কী?

ক. নিউরন খ. অ্যাক্সন

গ. ডেনড্রন ঘ. স্নায়ুরজ্জু

উত্তর :ক. নিউরন

৫৬. মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি?

ক. বৃক্কের কোষ খ. পেশিকোষ

গ. নিউরন ঘ. গবলেট কোষ

উত্তর :গ. নিউরন

৫৭. কোনটি নিউরনের অংশ?

ক. কোষদেহ খ. দেহকোষ

গ. কন্ড্রিন ঘ. সিন্যাপস

উত্তর :ক. কোষদেহ

৫৮. অ্যাক্সন ডেনড্রনের সাথে কোথায় মিলিত হয়?

ক. সিন্যাপসে খ. নেফ্রনে

গ. বোমানস ক্যাপসুলে ঘ. কোষ দেহে

উত্তর :ক. সিন্যাপসে

৫৯. স্নায়ুতন্ত্রের একক কী?

ক. নেফ্রন খ. নিউরন

গ. অ্যাক্সন ঘ. কোষ

উত্তর :খ. নিউরন

৬০. স্নায়ুতাড়না নিউরনের দেহের দিকে পরিবাহিত হয় কোনটি দ্বারা?

ক. অ্যাক্সন খ. ডেনড্রাইট

গ. কোষদেহ ঘ. হরমোন

উত্তর : খ. ডেনড্রাইট

৬১. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ কোনটি?

ক. মস্তিষ্ক খ. নিউরন

গ. স্নায়ু ঘ. ডেনড্রাইট

উত্তর : ক. মস্তিষ্ক

৬২. প্রাণিদেহে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ এবং সেই অনুযায়ী আজ্ঞাবাহী অঙ্গে প্রেরণ করে কোনটি?

ক. পেশিকোষ খ. স্নায়ুকোষ

গ. অ্যাক্সন ঘ. হৃদপেশি কোষ

উত্তর : খ. স্নায়ুকোষ

৬৩. একটি নিউরনের কয়টি অংশ থাকে?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

উত্তর : ক. দুই

৬৪. একটি নিউরন থেকে অন্য নিউরনে স্নায়ুতাড়না কিসের মাধ্যমে যায়?

ক. অ্যাক্সন খ. ডেনড্রাইট

গ. সিন্যাপস ঘ. কোষদেহ

উত্তর :গ. সিন্যাপস

৬৫. বাইরের উদ্দীপনায় সাড়া দেওয়ার জন্য আমাদের দেহে কী আছে?

ক. স্নায়ুটিসু্য খ. পেশিটিসু্য

গ. যোজক টিসু্য ঘ. পরিবহন টিসু্য

উত্তর :ক. স্নায়ুটিসু্য

৬৬. প্রাণী কোষ বিভাজিত হওয়ার জন্য কোনটি দায়ী?

ক. সাইটোপস্নাজম খ. মাইটোকন্ড্রিয়া

গ. সেন্ট্রিওল

ঘ. কোষদেহ

উত্তর : গ. সেন্ট্রিওল

৬ষ্ঠ অধ্যায়

১. একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে?

ক. ২ খ. ৮

গ. ১৮ ঘ. ৩২

উত্তর : খ. ৮

২. রাদারফোর্ডের পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে-

র. পরমাণু অবিভাজ্য

রর. পরমাণুকে ভাঙা যায়

ররর. পরমাণুর বেশির ভাগ অংশই ফাঁকা

নিচের কোনটি সঠিক?

ক. রর খ. ররর

গ. র ও রর ঘ. র ও ররর

উত্তর :খ. ররর

নিচের বাক্যটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

কোনো মৌলের একটি পরমাণুতে ১০টি প্রোটন ও ৮টি নিউট্রন রয়েছে।

৩. পরমাণুটির ভরসংখ্যা কত?

ক. ১০ খ. ১৬

গ. ১৮ ঘ. ২৬

উত্তর : গ. ১৮

৪. উদ্দীপকের মৌলটি কী?

ক. অক্সিজেন খ. সালফার

গ. সোডিয়াম ঘ. নিয়ন

উত্তর :ঘ. নিয়ন

৫. কত সালে নিউট্রন আবিষ্কার হয়েছিল?

ক. ১৮৩২ খ. ১৯০৩

গ. ১৯২০ ঘ. ১৯৩২

উত্তর : ঘ. ১৯৩২

৬. কোন মৌলের নিউক্লিয়াসে নিউট্রন নাই?

ক. কপার খ. সোডিয়াম

গ. নাইট্রোজেন ঘ. হাইড্রোজেন

উত্তর : ঘ. হাইড্রোজেন

৭. পরমাণুর ২য় সেলে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে?

ক. ৮ খ. ১২

গ. ১৬ ঘ. ১৮

উত্তর : ক. ৮

৮. ডাল্টনের পরমাণুবাদ প্রকাশিত হয়-

ক. ১৬০৩ সালে খ. ১৭০৩ সালে

গ. ১৮০৩ সালে ঘ. ১৯০৩ সালে

উত্তর : গ. ১৮০৩ সালে

৯. একের অধিক পরমাণু যুক্ত হয়ে গঠন করে-

ক. অণু খ. আয়ন

গ. পরমাণু ঘ. অ্যানায়ন

উত্তর : ক. অণু

১০. কোন মৌলগুলোর যোজনী দুই?

ক. ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন

খ. সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম

গ. ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, কার্বন

ঘ. নাইট্রোজেন, ফসফরাস, কার্বন

উত্তর : গ. ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, কার্বন

১১. ক্লোরিনের যোজনী কত?

ক. ১ খ. ২

গ. ৩ ঘ. ৪

উত্তর :ক. ১

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে