সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

শাবিপ্রবির ১১ শিক্ষার্থী পেলেন মুজিবুর রহমান গোল্ড মেডেল

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৩ আগস্ট ২০২৩, ০০:০০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের ১১ জন শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন গোল্ড মেডেল পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ১ আগস্ট কৃতী শিক্ষার্থীদের হাতে স্বর্ণ পদক তুলে দেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগ প্রধান অধ্যাপক ডক্টর মো. মাহবুবুর রশীদ এবং সঞ্চালনায় ছিলেন সহযোগী অধ্যাপক ডক্টর হিমাদ্রী শেখর চক্রবর্তী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মো. কবীর হোসেন, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সৈয়দ বদিউজ্জামান ফারুক, ছাত্র উপদেশষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ডক্টর মো. রাশেদ তালুকদার ও এ এফ এম মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি মো. নুরুল আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাবি শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডক্টর চন্দ্রানী নাগ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে