সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অলোক আচার্য, সহকারী শিক্ষক, পশ্চিম বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেড়া, পাবনা
  ০৪ আগস্ট ২০২৩, ০০:০০

১। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামের দুটি আলাদা

\হজন্ম হয়।

উত্তর : রাষ্ট্রের

২। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয় অর্জন করে।

উত্তর : নিরঙ্কুশ

৩। মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ শুরুর মধ্যেই গঠিত হয়েছিল।

উত্তর : এক মাসের

৪। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার

গ্রহণ করেন।

উত্তর : শপথ

৫। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।

উত্তর : সমগ্র

৬। নৌ সীমানা নিয়ে গঠিত হয়েছিল সেক্টর।

উত্তর : ১০নং

৭। মুক্তিযুদ্ধে নারীরা ও দিয়ে সাহায্য করেছিলেন।

উত্তর : খাবার ও আশ্রয়

৮। অ্যাকশন গ্রম্নপ বহন করত।

উত্তর : অস্ত্র

৯। মুক্তিযোদ্ধাদের প্রিয় স্স্নোগান ছিল।

উত্তর : জয় বাংলা

১০। মুক্তিযুদ্ধ শুরুর সময় পাকিস্তানের ছিলেন ইয়াহিয়া খান।

উত্তর : প্রেসিডেন্ট

১১। পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা শহরের বিভিন্ন স্থানে আক্রমণ করে।

উত্তর : একযোগে

১২। ২৫শে মার্চ রাতে তারা অসংখ্য মানুষ হত্যা করেছিল।

উত্তর : নিরীহ

১৩। এ দেশের কিছু মানুষ মুক্তিযুদ্ধের অবস্থান নেয়।

উত্তর : বিপক্ষে

১৪। জগজিৎ সিং অরোরা ছিলেন মিত্রবাহিনীর।

উত্তর : প্রধান

১৫। আমরা নয় মাস যুদ্ধ করে অর্জন করি।

উত্তর : স্বাধীনতা

১৬। তৎকালীন রেসকোর্স ময়দান হলো পাকিস্তান বাহিনীর স্থান।

উত্তর : আত্মসমর্পণের

১৭। আমরা প্রতি বছর ১৬ই ডিসেম্বর দিবস পালন করি।

উত্তর : বিজয়

১৮। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন জানুয়ারি ১৯৭২।

উত্তর : ৮ই

১৯। মুক্তিযুদ্ধের বীরত্বসূচক উপাধি।

উত্তর : ৪টি

২০। মুক্তিযুদ্ধে সর্বোচ্চ সাহসিকতা ও বীরত্বসূচক উপাধি হলো।

উত্তর : বীরশ্রেষ্ঠ

২১। বিভিন্ন বণিকগোষ্ঠী এ দেশে আসেন আমলে।

উত্তর : মোঘল

২২। ইংরেজরা শেষ পর্যন্ত ব্যবসায়িক টিকে থাকেন।

উত্তর : প্রতিযোগিতায়

২৩। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়

পরিচালনার উদ্দেশ্যে।

উত্তর : বাণিজ্য

২৪। ইংরেজদের বাংলার প্রতি আগ্রহ ছিল।

উত্তর : সম্পদের

২৫। সিরাজ উদ দৌলা ছিলেন বাংলার শেষ নবাব।

উত্তর : স্বাধীন

২৬। ব্রিটিশ শাসন মূলত বিভক্ত।

উত্তর : দুইভাগে

২৭। তিতুমির বারাসাতের বাঁশের কেলস্না নির্মাণ করেন।

উত্তর : নারকেলবাড়িয়ায়

২৮। সেনাবাহিনীতে সিপাহি পদে আধিক্য ছিল।

উত্তর : ভারতীয়দের

২৯। সিপাহি বিদ্রোহে এক লক্ষ ভারতীয় সৈন্য নিহত হয়।

উত্তর : প্রায়

৩০। ১৯০৫ সালে বাংলা ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উত্তর : প্রদেশকে

৩১। ১৯১১ সালে বঙ্গভঙ্গ করা হয়।

উত্তর : রদ

৩২। নেতাজী সুভাষ চন্দ্র বসু তৃতীয়----- নেতৃত্ব দিয়েছিলেন।

উত্তর : ধাপে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে