সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ঢাবির শিক্ষার্থীরা পেলেন ডিউক অব এডিনবার্গ'স ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৫ আগস্ট ২০২৩, ০০:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের ৩৬ জন কৃতী শিক্ষার্থীকে 'দ্য ডিউক অব এডিনবার্গ'স ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড' দেওয়া হয়েছে। এর মধ্যে ১৪ জন সিলভার অ্যাওয়ার্ড ও ২২ জন ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেন। সহশিক্ষা কার্যক্রমে অসাধারণ সাফল্যের জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে আয়োজিত ২ আগস্ট এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপকডক্টর মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি রিজওয়ান বিন ফারুক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে