সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথম পত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা য়
  ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ষষ্ঠ অধ্যায়

পরিচ্ছেদ-২

নিচের উদ্দীপকটি পড় এবং ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জনাব আরেফিন সাহেব রাস্তার ধারে একজন মাদকাসক্ত তরুণকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়ে দিলেন।

২৮. মাদকাসক্ত তরুণকে নিরাময় কেন্দ্রে ভর্তি করা সমাজকর্মের কোন পদ্ধতির সঙ্গে সম্পর্কিত?

ক) ব্যক্তি সমাজকর্ম খ) দল সমাজকর্ম

গ) সমষ্টি সমাজকর্ম ঘ) সমাজকর্ম গবেষণা

উত্তর :খ) দল সমাজকর্ম

২৯. উদ্দীপকে ব্যক্তি সমাজকর্মের কয়টি উপাদান নিহিত রয়েছে?

ক) ৩টি খ) ৪টি

গ) ৫টি ঘ) ৬টি

উত্তর :ঘ) ৬টি

৩০. উদ্দীপকে বিদ্যমান ব্যক্তি সমাজকর্মের উপাদান হচ্ছে-

র) সমস্যাগ্রস্ত ব্যক্তি রর) সমস্যা ররর) সংস্থা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

৩১. 'অ ঢ়বৎংড়হ রিঃয ধ ঢ়ৎড়নষবস পড়সবং :ড় ধ ঢ়ষধপব যিবৎব ধ ঢ়ৎড়ভবংংরড়হধষ ৎবঢ়ৎবংবহঃধঃরাব যবষঢ়ং যরস নু ধ মরাবহ ঢ়ৎড়পবংং.'-উক্তিটি করেছেন কে?

ক) ঐ.ঐ. চবৎষসধহ খ) ঐ.ই.ঞৎবপশবৎ

গ) ঐবৎনবৎঃ ইরংহড় ঘ) জড়নবৎঃ খ ইধৎশবৎ

উত্তর :ক) ঐ.ঐ. চবৎষসধহ

৩২. ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধানের ধাপ কতটি?

ক) ৪টি খ) ৫টি

গ) ৬টি ঘ) ৭টি

উত্তর :খ) ৫টি

৩৩. ব্যক্তিকেন্দ্রিক সমস্যা সমাধানে ব্যক্তি সমাজকর্মকে সহায়তা করে নিচের কোন পদ্ধতি?

ক) সমাজকল্যাণ প্রশাসন খ) সামাজিক প্রশাসন

গ) সমাজকর্ম প্রতিষ্ঠান ঘ) সামাজিক প্রতিষ্ঠান

উত্তর : গ) সমাজকর্ম প্রতিষ্ঠান

নিচের ফ্লোচার্টটি দেখো এবং ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মনোসামাজিকমঅনুধ্যানমসমস্যা নির্ণয়ম?মমূল্যায়ন

৩৪. ফ্লোচার্টের তৃতীয় উপাদান কোনটি?

ক) সমাধান ব্যবস্থা খ) রেফারেল

গ)র্ যাপো ঘ) পরিদর্শন

উত্তর :ক) সমাধান ব্যবস্থা

৩৫. ফ্লোচার্টটি সমাজকর্মের কোন পদ্ধতির সঙ্গে সম্পর্কিত?

ক) ব্যক্তি সমাজকর্ম খ) দল সমাজকর্ম

গ) সমষ্টি সমাজকর্ম ঘ) সমাজকর্ম গবেষণা

উত্তর :ক) ব্যক্তি সমাজকর্ম

সপ্তম অধ্যায়

\হ১. "সামাজিক নীতি হলো সামাজিক সমস্যা মোকাবিলায় একটি যৌথ প্রয়াস।"- উক্তিটি কার?

ক) অ ঊ ইবহহ খ) ইৎঁপব ঝ ঔধহংংড়হ

গ) ডরষনবৎঃ ঊ গড়ড়ৎব ঘ) জরপযধৎফ গ ঞরঃসধংং

উত্তর :খ) ইৎঁপব ঝ ঔধহংংড়হ

২. সামাজিক পরিকল্পনা বাস্তবায়নের ভিত্তি হিসেবে কাজ করে কোনটি?

ক) সামাজিক কার্যক্রম খ) সামাজিক নীতি

গ) সামাজিক উন্নয়ন ঘ) সামাজিক মূল্যবোধ

উত্তর :খ) সামাজিক নীতি

৩. কোনটি সামাজিক নীতি প্রণয়নের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হয়?

ক) নীতি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ

খ) নীতির বিষয়াদি বিশ্লেষণ

গ) নীতি প্রণয়নের যৌক্তিক প্রয়োজনীয়তা নির্ধারণ

ঘ) নীতির চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়ন

উত্তর :গ) নীতি প্রণয়নের যৌক্তিক প্রয়োজনীয়তা নির্ধারণ

৪. সামাজিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা কোনটি?

ক) পর্যাপ্ত বিশেষজ্ঞের অভাব

খ) দক্ষ কর্মীর অভাব

গ) জনগণের সচেতনতা ও অংশগ্রহণের অভাব

ঘ) তথ্যের অভাব

উত্তর :ঘ) তথ্যের অভাব

৫. জাতীয় উন্নয়নের পূর্বশর্ত কী?

ক) রাজনৈতিক স্থিতিশীলতা খ) শিক্ষা

গ) সচেতনতা ঘ) সামাজিক মূল্যবোধ

উত্তর :খ) শিক্ষা

৬. সামাজিক নীতি প্রণয়নে যে উপাদানগুলো সক্রিয় থাকে তা হলো-

র) সামাজিক রর) রাজনৈতিক ররর) পারিবারিক

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ক) র ও রর

৭. বাংলাদেশে কত সালে প্রথম শিক্ষানীতি প্রণয়ন করা হয়?

ক) ১৯৭৯ সালে খ) ১৯৭৭ সালে

গ) ১৯৭৫ সালে ঘ) ১৯৭৪ সালে

উত্তর :ঘ) ১৯৭৪ সালে

৮. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের নারী-পুরুষের অনুপাত কত?

ক) ১০০: ১০২ খ) ১০১: ১০০

গ) ১০২: ১০০ ঘ) ১০০: ১০৩

উত্তর :ক) ১০০: ১০২

৯. পরিকল্পনা কীভাবে সার্থকতা লাভ করে?

ক) কর্মসূচি প্রণয়নের মাধ্যমে

খ) কর্মসূচি মূল্যায়নের মাধ্যমে

গ) কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে

ঘ) কর্মসূচির পরীক্ষামূলক অনুশীলনের মাধ্যমে

উত্তর :গ) কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে

১০. সামাজিক নীতি প্রণয়নের চূড়ান্ত ধাপ কোনটি?

ক) মূল্যায়ন খ) পরীক্ষামূলক অনুশীলন

গ) কমিটি গঠন ঘ) নীতি চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়ন

উত্তর :খ) পরীক্ষামূলক অনুশীলন

১১. জনসংখ্যা নীতির ফলে-

র) জনগণ সচেতন হবে

রর) জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকবে ররর) জনসংখ্যা বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

১২. কত সালে বাংলাদেশের প্রথম নারী উনয়ননীতি প্রণয়ন করা হয়?

ক) ১৯৯৩ সালে খ) ১৯৯৭ সালে

গ) ১৯৯৯ সালে ঘ) ২০০০ সালে

উত্তর :খ) ১৯৯৭ সালে

১৩. পরিকল্পিত সামাজিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে-

ক) সামাজিক আইন খ) সামাজিক নীতি

গ) সামাজিক সচেতনতা ঘ) সামাজিক পরিকল্পনা

উত্তর :ঘ) সামাজিক পরিকল্পনা

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে