সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

বিষয় :সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
সাত গম্বুজ মসজিদ

১৩৫৩ :ফিরুজ শাহ তুঘলকের বাংলা আক্রমণ।

১৪৫৯ : রুকনউদ্দিন বরবক শাহের সিংহাসন আরোহণ।

১৪৯৩ :আলাউদ্দিন হুসাইন শাহের সিংহাসন লাভ।

১৫৬১ :বাংলায় কররাণী বংশের প্রতিষ্ঠা।

১৫৯৯ :ঈশা খাঁর মৃতু্য।

১৬০৮ : ইসলাম খান চিশতী বাংলার সুবেদার নিযুক্ত হন।

১৬১০ : মুঘল সুবাদার ইসলাম খান চিশতী কর্তৃক ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর এবং 'জাহাঙ্গীর নগর' নামকরণ।

১৬৩৯ : সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহ সুজা ঢাকায় বাংলার সুবাদার নিযুক্ত।

১৬৬৩ :শায়েস্তা খান বাংলার সুবেদার নিযুক্ত।

১৬৬৪ :শায়েস্তা খান কর্তৃক সুবেদার কার্যভার গ্রহণ।

১৬৬৮ : ইংরেজ কুঠি স্থাপিত।

১৬৭১ : ছোট কাটরা প্রাসাদ নির্মিত।

১৬৭৫ :চক মসজিদ নির্মিত।

১৬৭৮ :শাহজাদা মোহাম্মদ আজম কর্তৃক লালবাগ দুর্গের নির্মাণ শুরু।

১৬৮০ :সাত গম্বুজ মসজিদ নির্মিত।

১৬৮৬ :ইংরেজদের প্রথমবারের মতো বাংলা আক্রমণ।

১৭০৭ :মুর্শিদকুলি খান কর্তৃক বাংলাকে স্বাধীন ঘোষণা।

১৭২৭ :মুর্শিদকুলি খানের মৃতু্যর পর তাঁর জামাতা সুজাউদ্দিন খান বংলার নবাব মনোনীত।

১৭৪০ :সরফরাজ খানকে হত্যা করে আলীবর্দী খান বঙ্গ বিহার ও উড়িষ্যার নবাবি লাভ করেন।

১৭৫২ :আলীবর্দী খান কর্তৃক বাংলার শাসনকার্য চালানো জন্য সিরাজদৌলাকে উত্তরাধিকারী নিযুক্ত।

১৭৫৬ :সিরাজদৌলার ২৩ বছর বয়সে বাংলার মসনদে আরোহণ।

১৭৫৭ :পলাশীর যুদ্ধ। সিরাজদৌলা পরাজিত ও পরে নিহত (২৩ জুন)।

১৭৬০ :মীর কাশিমের বাংলার সিংহাসনে আরোহণ।

১৭৬৪ :মীর কাশিম ও ইংরেজদের মধ্যে যুদ্ধ

(বক্সারের যুদ্ধ)।

১৭৭০ : ছিয়াত্তরের মন্বন্তর (১১৭৬ বঙ্গাব্দ)।

১৭৭২ :ওয়ারেন হেস্টিংস বঙ্গদেশের শাসনকর্তা নিযুক্ত।

১৭৭৪ : ক্লাইভের আত্মহত্যা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে