সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলা

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম য়
  ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

অহংকার নেই যার - নিরহংকার

অহংকার আছে যার - অহংকারী

অন্ত নেই যার - অনন্ত

উপায় নেই যার - নিরুপায়

উপকার করেন যিনি - উপকারী

উপকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ

অন্য যুগ - যুগান্তর

এক সঙ্গে শব্দ করা - সমস্বরে

কোনো ভাবেই পূরণ করা যায় না এমন - অপূরণীয়

\হকল্পনা করা যায় না এমন - অকল্পনীয়

কোথাও উন্নত কোথাও অবনত - বন্ধুর

কোকিলের ডাক - কুহু

জানার ইচ্ছা - জিজ্ঞাসা

দমন করা যায় না যা - অদম্য

নদী মাতা যার - নদীমাতৃক

নানান ধরনের পাখি - পাখপাখালি

নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি - আত্মদানকারী

পরিমিত ব্যয় করে যে - মিতব্যয়ী

পরিহার করা যায় না এমন - অপরিহার্য

প্রহরা দেয় যে - প্রহরী

প্রতিভা আছে যার - প্রতিভাবান

পাখির ডাক - কূজন

পান করার যোগ্য - পেয়

পরের অধীন - পরাধীন

বীরের মধ্যে শ্রেষ্ঠ - বীরশ্রেষ্ঠ

বিচার নেই এমন - নির্বিচার

বরণ করার যোগ্য - বরেণ্য

ভাবা যায় না এমন - অভাবনীয়

ভ্রমরের গান - গুঞ্জন

ভিন্ন দেশে বাস করে যে - প্রবাসী

মমতা আছে যে নারীর - মমতাময়ী

মেধা আছে যার - মেধাবী

মধুর ধ্বনি - সুমধুর

যা কষ্টে ভেদ করা যায় - দুর্ভেদ্য

যা পূর্বে বা আগে ঘটেনি - অভূতর্পূব

যা আকাশে চরে - খেচর

যা আসল নয় - নকল

যা করা প্রয়োজন - কর্তব্য

যা পাওয়া গেছে - প্রাপ্ত

যার মূল্য নির্ধারণ করা যায় না - অমূল্য

যার সীমা নেই - অসীম

যার অন্ত নেই - অনন্ত

যেখানে লোকজন বাস করে - লোকালয়

যে বিদেশে থাকে - প্রবাসী

যে অভিযান করে - অভিযাত্রী

যে উপকারীর উপকার স্বীকার করে - কৃতজ্ঞ

যে হিংসা করে - হিংসুক

যে উপকারীর অপকার করে - কৃতঘ্ন

যে বেশি কথা বলে - বাচাল

রাস্তায় বা বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন- ফেরিওয়ালা

রক্ত দিয়ে লাল করা হয়েছে এমন - রক্তরঞ্জিত

রেখা দিয়ে আঁকা ছবি - নকশা

বসবাসের জায়গা - জনপদ

শারীরিক পরিশ্রম করে - কায়ক্লেশে

শুকনো পাতার শব্দ - মর্মর

শাস্তি পাওয়ার যোগ্য - দন্ডণীয়

শুয়ে আছে এমন - শয়ান

সংখ্যায় সবচেয়ে বেশি এমন - সংখ্যাধিক্য

সাধনা করেন যিনি - সাধক

সোনালি রঙের বুনো লতা - স্বর্ণলতা

হরিণের চামড়া - অজিন

সাদরে গ্রহণ - বরণ

শক্তি আছে যার - শক্তিধর

নদী ও সাগরের ঢেউ - উর্মি

কোনো কিছুতে পটু যে - পটুয়া

খারাপ মেজাজ - তিরিক্ষি

দেশের বিরুদ্ধে কাজ করেছিল যারা - দেশদ্রোহী

মাটিতে আঁকা নকশা - আলপনা

হাতে পরার গহনা - কাঁকন

কুকুরের কামড়ে যে রোগ হয় - জলাতঙ্ক

কোনো কিছু খেয়াল করে দেখা - পর্যবেক্ষণ

যার তুলনা হয় না - অতুলনীয়

যা জলে চরে - জলচর

যার শত্রম্ন জন্মায়নি - অজাতশত্রম্ন

আকাশে যে উড়ে বেড়ায় - খেচর

যা কষ্টে লাভ করা যায় - দুর্লভ

যে জমি উঁচুনিচু নয় - সমতল ভূমি

মুক্তির জন্য যে যুদ্ধ - মুক্তিযুদ্ধ

পোড়ামাটির ফলক - টেরাকোটা

প্রাচীরে ঘেরা সেনানিবাস - ব্যারাক

ন্যায় যুদ্ধে যিনি প্রাণ দেন - শহিদ

নয়নের জল - অশ্রম্ন

অসম্ভব কাল্পনিক কাহিনী - কল্পকাহিনী

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে