সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

নির্বাচনী পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ

নতুনধারা
  ২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

সুপ্রিয় দশম শ্রেণির শিক্ষার্থীরা,

তোমরা যারা ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের নির্বাচনী পরীক্ষা অতি নিকটে। আসছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের যে কোনো দিন নির্বাচনী পরীক্ষা শুরু হবে। জীবনের সব পরীক্ষাই গুরুত্বপূর্ণ, তবে নির্বাচনী পরীক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ। নির্বাচনী পরীক্ষাকে এসএসসি পরীক্ষার মতোই গুরুত্ব দিতে হবে। এই পরীক্ষার ফলাফল থেকে তুমি নিজেকে মূল্যায়ন করতে পারবে, এসএসসি পরীক্ষার জন্য নিজেকে কতটা প্রস্তুত করেছ। পাশাপাশি শিক্ষকমন্ডলী ও তোমাদের অভিভাবকরা তোমাদের ফলাফল থেকে বুঝতে পারবে, তোমার প্রস্তুতি কেমন, কোন কোন দিক দুর্বল রয়েছে? কী ব্যবস্থা নেওয়া দরকার? কী পরামর্শ প্রয়োজন? সুতরাং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সবার জন্য এটি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি বিষয়ে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কোনোরকম পাস করতে পারলেই আমি এসএসসির ফরম পূরণের সুযোগ পাব এ ধারণা মন থেকে মুছে ফেলতে হবে। এটিকেই এসএসসি পরীক্ষা মনে করে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে। যে যে বিষয়ে তোমার শিখন ঘাটতি রয়েছে- স্ব-স্ব বিষয়ের শিক্ষকের কাছ থেকে সাহায্য নিতে পার। তুমি তোমার প্রয়োজনীয়তার কথা তুলে ধরতে পারলে সংশ্লিষ্ট শিক্ষক অবশ্যই তোমাকে সাহায্য করবেন।

প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিতে হবে, কোনোভাবেই অযথা সময় নষ্ট করা যাবে না। প্রযুক্তির প্রসারে স্মার্ট ফোন, ল্যাপটপ এগুলো সহজলভ্য হওয়ায়, এর ভালো খারাপ দুটি দিকে লক্ষ্য রেখে ব্যবহার করতে হবে। পরীক্ষাপূর্ব এই গুরুত্বপূর্ণ সময়গুলো প্রযুক্তির অযাচিত ব্যবহারে যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখা জরুরি। 'কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ' 'সঠিক প্রশিক্ষণই সাফল্য' এসব মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আমাদের সেনাবাহিনী প্রতিনিয়ত প্রশিক্ষণ চালিয়ে যেতে থাকেন, জাতির সংকটে নিজেকে প্রস্তুত রাখার জন্য। তেমনি নির্বাচনী পরীক্ষাতেও তোমার ভালো প্রস্তুতি চাই। মনে করতে হবে, এখানে যদি তুমি সঠিকভাবে প্রশিক্ষণ নাও, তোমার সাফল্য অনিবার্য। অর্থাৎ এখানে যদি কঠিনভাবে প্রশিক্ষণ নাও এসএসসির যুদ্ধে জয়লাভ করাটা তোমার জন্য সহজ হবে। তোমাদের সবার প্রতি শুভকামনা নিরন্তর।

মশিউর রহমান

ইংরেজি শিক্ষক

আছমত আলী খান ইনস্টিটিউশন, বরিশাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে