রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

বিষয় :সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
জসীম উদ্‌দীন

নেত্রকোনা জেলা

কৃতী সন্তান- বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, হুমায়ূন আহমেদ, জাফর ইকবাল, কবি নির্মলেন্দু গুণ, যতীন সরকার, সৈয়দ নজরুল ইসলাম ও সত্যজিৎ রায়ের জন্মস্থান।

নামকরণ - কৃষ্ণদাশ প্রামাণিকের ছেলে নন্দ কিশোরের নামানুসারে নামকরণ।

উলেস্নখযোগ্য নদ-নদী- মেঘনা, পুরাতন ব্রহ্মপুত্র, ধলেশ্বরী,

ধনু, নরস।

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ- কিশোরগঞ্জের নরসুন্দর

নদীর তীরে অবস্থিত।

শরীয়তপুর জেলা

প্রাচীন নাম- ইন্দ্রাকপুর পরগনা

শরীয়তপুর - হাজী শরীয়ত উলস্নাহর নামানুসারে নামকরণ।

উলেস্নখযোগ্য নদ-নদী- পদ্মা, মেঘনা, পালং।

ঐতিহাসিক স্থান - ধানুকার মনসমা বাজি, ফতেজং দুর্গ,

কেদারবাড়ি।

রাজবাড়ী জেলা

প্রাচীন নাম- গোয়ালন্দ। ইতিহাস প্রসিদ্ধ একটি জেলা।

রাজবাড়ীর উলেস্নখযোগ্য নদ-নদী- পদ্মা, কুমার, চন্দনা,

গড়াই, মধুমতী ভুবনেশ্বরী।

ঐতিহাসিক স্থান- লক্ষ্ণীকোলের রাজবাড়ি, মীর মশাররফ

হোসেনের বাড়ি।

মাদারীপুর জেলা

নামকরণ -হযরত বদরউদ্দিন শাহ মাদার (র.)-এর নামানুসারে

নামকরণ।

প্রখ্যাত স্থপতি - এফ আর খানের পৈতৃক নিবাস।

ঐতিহাসিক স্থান - পর্বতের বাগান, শাহ মাদারের দরগাহ,

রাজারাম মন্দির।

ফরিদপুর জেলা

ফরিদপুরের প্রাচীন নাম - ফতেহাবাদ।

নামকরণ - কামেল পীর শেখ ফরিদের নামানুসারে নামকরণ।

উলেস্নখযোগ্য নদ-নদী- পদ্মা, মধুমতী, আড়িয়াল খাঁ।

ফরিদপুরে রয়েছে নদী গবেষণা ইনস্টিটিউট, আটরশি

পীরের দরবার, কামারখালি গড়াই সেতু, মসুরাপুরের মন্দির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে