সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নবম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ত্রয়োদশ অধ্যায়

২৭। জাতির জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?

(ক) ভাষা আন্দোলন (খ) ৭০-এর নির্বাচন

(গ) ৭ মার্চের ভাষণ (ঘ) স্বাধীনতার ঘোষণা

উত্তর : (গ) ৭ মার্চের ভাষণ

২৮। বাংলাদেশের পতাকা সর্বপ্রথম কত তারিখে উত্তোলন করা হয়?

(ক) ১ মার্চ ১৯৭১ (খ) ২ মার্চ ১৯৭১

(গ) ৩ মার্চ ১৯৭১ (ঘ) ৪ মার্চ ১৯৭১

উত্তর : (খ) ২ মার্চ ১৯৭১

২৯। ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে আওয়ামী লীগের প্রতীকের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?

(ক) নৌকা (খ) বই

(গ) মই (ঘ) মাছ

উত্তর : (ক) নৌকা

৩০। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে কোন খ্রিষ্টাব্দের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ?

(ক) ১৯৫৪ খ্রিষ্টাব্দের (খ) ১৯৫৮ খ্রিষ্টাব্দের

(গ) ১৯৬৬ খ্রিষ্টাব্দের (ঘ) ১৯৭০ খ্রিষ্টাব্দের

উত্তর : (ঘ) ১৯৭০ খ্রিষ্টাব্দের

৩১। মুজিবনগর সরকার ১৯৭১ সালের কত তারিখে গঠিত হয়?

(ক) ১০ এপ্রিল (খ) ১৪ এপ্রিল

(গ) ১৭ এপ্রিল (ঘ) ১৯ এপ্রিল

উত্তর : (ক) ১০ এপ্রিল

৩২। অপারেশন সার্চ লাইট তৈরি করেন-

(র) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

(রর) টিক্কা খান

(ররর) রাও ফরমান আলী

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর : (গ) রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪নং প্রশ্নের উত্তর দাও:

রাকিব টিভিতে একটি নাটকে দেখে, মুগবুল সাহেব কারাগারে বন্দি। তিনি মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য লড়াই করেন। তিনি এক বক্তব্যে বলেন, আমি দেশের সকল মানুষকে পরাধীনতা থেকে মুক্ত করতে চাই। ইহাই আমার ব্রত। এটা দেখে রাকিবের মন কেঁদে উঠল।

৩৩। উদ্দীপকে কোন মহান নেতার চরিত্র ফুটে উঠেছে?

(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

(খ) নেতাজী সুবাস চন্দ্র

(গ) মওলানা ভাসানী

(ঘ) মহাত্মা গান্ধী

উত্তর : (ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৩৪। আলোচ্য নেতার গৃহীত পদক্ষেপ-

(র) পাঁচসালা পরিকল্পনা

(রর) সংবিধান প্রণয়ন ১৯৭২

(ররর) সাধারণ নির্বচন ১৯৭৩

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর : (ঘ) র, রর ও ররর

৩৫। আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করে কে?

(ক) ইয়াহিয়া খান (খ) রাও ফরমান আলী

(গ) টিক্কা খান (ঘ) লিয়াকত আলী খান

উত্তর : (ক) ইয়াহিয়া খান

৩৬। বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছেন কারা?

(ক) ছাত্ররা (খ) নারীরা

(গ) লেখকরা (ঘ) প্রবাসী বাঙালিরা

উত্তর : (ঘ) প্রবাসী বাঙালিরা

৩৭। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

(ক) ১০টি (খ) ১১টি

(গ) ১২টি (ঘ) ১৩টি

উত্তর : (খ) ১১টি

৩৮। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন সংগ্রামের ফসল কোনটি?

(ক) মহান মুক্তিযুদ্ধ (খ) মহান স্বাধীনতা

(গ) জাতীয় পতাকা (ঘ) বাংলাদেশ

উত্তর : (ক) মহান মুক্তিযুদ্ধ

৩৯। বাম রাজনৈতিক দল নিয়ে আওয়ামী লীগ কী গঠন করে?

(ক) গেরিলা বাহিনী (খ) মুক্তিফৌজ

(গ) গুপ্ত বাহিনী (ঘ) উপদেষ্টা পরিষদ

উত্তর : (ঘ) উপদেষ্টা পরিষদ

নিচের উদ্দীপকের আলোকে ৪০ ও ৪১নং প্রশ্নের উত্তর দাও:

স্নেহা গভীর ঘুমে স্বপ্ন দেখেছিল। একদল লুটপাটকারী তার এলাকার নিরীহ জনগণের ওপর হামলা চালিয়ে ব্যাপক হত্যাযজ্ঞ ও লুটতরাজ চালায়। আর একজন সাহসী নেতা তার কৌশলী নেতৃত্বে লুটপাটকারীদের পরাস্ত করে তাদের এলাকা ছাড়তে বাধ্য করেন।

৪০। উদ্দীপকে নেতার সঙ্গে কার মিল রয়েছে?

(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

(খ) ডক্টর কামাল হোসেন

(গ) মওলানা ভাসানী

(ঘ) মহাত্মা গান্ধী

উত্তর : (ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৪১। উক্ত নেতার নেতৃত্বে-

(র) শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হয়

(রর) কৃষকরা উপকৃত হয়

(ররর) অবকাঠামোগত উন্নয়ন ঘটে

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর : (ঘ) র, রর ও ররর

৪২। জাতিসংঘের মূল উদ্দেশ্য হিসেবে সমর্থনযোগ্য-

(র) বিশ্বশান্তি প্রতিষ্ঠা

(রর) ত্রাণ বিতরণ

(ররর) নিরাপত্তা রক্ষা করা

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর : (গ) র ও ররর

৪৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আক্রমণ শুরু হয় কখন?

(ক) সন্ধ্যায় (খ) মধ্যরাতে

(গ) গভীর রাতে (ঘ) ভোর রাতে

উত্তর : (গ) গভীর রাতে

৪৪। কাল রাত হিসেবে নিচের কোন তারিখটি সমর্থনযোগ্য?

(ক) ২১ মার্চ (খ) ২৫ মার্চ

(গ) ২৬ মার্চ (ঘ) ২৭ মার্চ

উত্তর : (খ) ২৫ মার্চ

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে