সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বেরোবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ০১ অক্টোবর ২০২৩, ০০:০০

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) 'উপনিবেশ উত্তর ইতিহাস, ভাষা ও সাহিত্য' শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। কলা অনুষদের উদ্যোগে ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় এই কনফারেন্স উদ্বোধন করা হয়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর পবিত্র সরকার কনফারেন্সের উদ্বোধন করেন।

প্রধান অতিথি হিসেবে বেরোবি'র উপাচার্য ডক্টর হাসিবুর রশীদ ও বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর সরিফা সালোয়া ডিনা উপস্থিত ছিলেন। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফখরুল আলম। স্বাগত বক্তৃতা করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আসিফ আল মতিন। উদ্বোধনী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ।

দু'দিনের কনফারেন্সে মোট ৪২টি প্রবন্ধ উপস্থাপিত হয়। বাংলাদেশ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্রবন্ধগুলো উপস্থাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে