সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

দ্বাদশ শ্রেণির সমাজকর্ম দ্বিতীয় পত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা য়
  ২২ অক্টোবর ২০২৩, ০০:০০

নিচের উদ্দীপকটি পড়ে এবং ৬৯ থেকে ৭০নং প্রশ্নের উত্তর দাও:

সেলিম ও সীমা অনেকদিন ধরে দুজন দুজনকে পছন্দ করলেও একসঙ্গে থাকতে পারেনি। কিন্তু আজ তারা একই সঙ্গে বসবাস করার স্বীকৃতি পেল।

৬৯. সেলিম ও সীমা কী করার কারণে একই সঙ্গে বসবাস করার স্বীকৃতির কারণ-

ক) সামাজিক রীতি খ) বিবাহ

গ) সামাজিক আইন ঘ) প্রাপ্তবয়স্ক

উত্তর :খ) বিবাহ

৭০. উক্ত প্রথার কার্যাবলি হলো-

র. যৌন চাহিদা পূরণ রর. পরিবারের সূচনা ররর. বংশের ধারা বজায় রাখা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

৭১. কোনটি শিশুর মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে?

ক) ব্যক্তিগত দ্বন্দ্ব খ) দলীয় কোন্দল

গ) পারিবারিক অশান্তি ঘ) রাজনৈতিক বিশৃঙ্খলা

উত্তর :গ) পারিবারিক অশান্তি

৭২. বিবাহ ও পরিবার সমাজের কোন ধরনের প্রতিষ্ঠান?

ক) একক খ) যৌগিক

গ) মৌলিক ঘ) সহায়ক

উত্তর :গ) মৌলিক

৭৩. মানসিক নিরাপত্তাবোধ ব্যতিরেকে শিশুর মনে সৃষ্টি হতে পারে-

র. হতাশা রর. আশা ররর. হীনম্মন্যতা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :গ) র ও ররর

৭৪. পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-

র. সম্পত্তির সংরক্ষণের

রর. উত্তরাধিকার নির্ধারণে

ররর. মৌল চাহিদা পূরণে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ক) র ও রর

উদ্দীপকটি পড়ে ৭৫ ও ৭৬নং প্রশ্নের উত্তর দাও :

রাজন ছোটবেলা থেকে আচার-ব্যবহার, কথাবার্তা, চলাফেরা প্রভৃতি তার পিতামাতা বা পরিবার থেকে, খেলার সাথীদের কাছ থেকে এবং তার স্কুল থেকে শিখেছে। এভাবে রাজন শিশু থেকে একজন ব্যক্তিত্বপূর্ণ সামাজিক মানুষে পরিণত হয়েছে।

৭৫. রাজনের ব্যক্তিত্বপূর্ণ মানুষে পরিণত হওয়ার প্রক্রিয়াটিকে কী বলে?

ক) সামাজিকীকরণ খ) হস্তক্ষেপ কৌশল

গ) বিকাশ প্রক্রিয়া ঘ) উন্নয়ন প্রক্রিয়া

উত্তর :ক) সামাজিকীকরণ

৭৬. রাজনের মতো প্রতিটি মানুষের ক্ষেত্রে উক্ত প্রক্রিয়া ভূমিকা পালন করে-

র. অর্থনৈতিক শিক্ষাদানে রর. সামাজিক শিক্ষাদানে ররর. নৈতিক শিক্ষাদানে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :খ) রর ও ররর

৭৭. যৌন হয়রানি নিয়ন্ত্রণে কোনটির ভূমিকা সর্বাধিক?

ক) শিক্ষা প্রতিষ্ঠান খ) ধর্মীয় প্রতিষ্ঠান

গ) বিবাহ ঘ) সামাজিক প্রতিষ্ঠান

উত্তর : গ) বিবাহ

৭৮. পরিবারকেন্দ্রিক ব্যক্তিদের দায়-দায়িত্ব সম্পর্কে সচেতন করতে কোন শিক্ষা গ্রহণ করা আবশ্যক?

ক) পারিবারিক শিক্ষা খ) ধর্মীয় শিক্ষা

গ) সামাজিক শিক্ষা ঘ) নৈতিক শিক্ষা

উত্তর :ক) পারিবারিক শিক্ষা

৭৯. বাল্যবিবাহ সম্পর্কে সার্বিক জ্ঞান অর্জনের মূল মাধ্যম হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?

ক) বিদ্যালয় খ) খেলার সাথী

গ) বন্ধুমহল ঘ) পরিবার

উত্তর :ঘ) পরিবার

৮০. পরিবার কীভাবে মানসিক উৎকর্ষতার বিকাশস্বরূপ বিভিন্ন পরিচালনা করে থাকে?

ক) ব্যক্তিগত কার্যাবলির মাধ্যমে

খ) দলীয় কার্যাবলির মাধ্যমে

গ) সামাজিক কার্যাবলির মাধ্যমে

ঘ) মনস্তাত্ত্বিক কার্যাবলির মাধ্যমে

উত্তর :ঘ) মনস্তাত্ত্বিক কার্যাবলির মাধ্যমে

৮১. শিশুর সামাজিকীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-

ক) বন্ধুদল খ) বিদ্যালয়

গ) পরিবার ঘ) সমিতি

উত্তর :গ) পরিবার

৮২. যথার্থ আদর্শ ও মূল্যবোধের শিক্ষা শিশুকে কোনটি থেকে দূরে থাকতে উৎসাহিত করে?

ক) ধূমপান খ) মদপান

গ) গাজা সেবন ঘ) অপরাধ

উত্তর :ঘ) অপরাধ

৮৩. বিবাহের অন্যতম প্রধান ভূমিকা হলো-

র. সামাজিক অনাচার প্রতিরোধ

রর. রাষ্ট্রীয় বিশৃঙ্খলা প্রতিরোধ

ররর. নৈতিক অধঃপতন প্রতিরোধ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :গ) র ও ররর

৮৪. পরিবার থেকে শিশু যে ধরনের শিক্ষা লাভ করে-

র. সমাজের রীতিনীতি রর.আচার ব্যবহার ররর. নিয়মকানুন

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

৮৫. ইংরেজি 'জবষরমরড়হ' শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উদ্ভূত?

ক) জবষরমবৎব খ) জবষরমর

গ) জবমরড়হ ঘ) জবমঁহ

উত্তর :ক) জবষরমবৎব

৮৬. 'জবষরমরড়হ' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক) ল্যাটিন খ) তুর্কি

গ) ইংরেজি ঘ) গ্রিক

উত্তর :ক) ল্যাটিন

৮৭. ধর্মের মুখ্য উপজীব্য কোনটি?

ক) লৌকিক আচার

খ) অতিমানবিক আদর্শ

গ) পরকালীন মঙ্গলার্থে কাজ

ঘ) মানবতাবাদ

উত্তর :খ) অতিমানবিক আদর্শ

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে