সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ভাষা কেন্দ্র উদ্বোধন

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে 'সেন্টার ফর ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ অ্যান্ড কালচার' (আন্তর্জাতিক ভাষা ও সংস্কৃতি কেন্দ্র) এর উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ২১ ডিসেম্বর বাংলাদেশে নিযুক্ত কোরীয় রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক কেন্দ্রটি উদ্বোধন করেন। এই অনুষ্ঠানের শিরোনাম ছিল 'ব্রিজিং বর্ডারস অ্যান্ড বিল্ডিং বন্ড : দ্য ট্রান্সফর্মেটিভ পাওয়ার অব ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ অ্যান্ড কালচার'। কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়ং অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেন। তিনি ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমে দুই দেশের মধ্যে আরও সুযোগ উন্মোচন ও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে কোরীয় দূতাবাসের ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক ডিপেস্নাম্যাসির প্রধান ডক্টর ইয়ংমিন সিও, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক মামুন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিনিয়র উপদেষ্টা অধ্যাপক মো. রিদোয়ানুল হক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে