শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
শ্রীলংকা

প্রশ্ন : সিপাহী জেলা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর : আসাম।

প্রশ্ন : কোয়ারজের উপাদান কি?

উত্তর : সিলিকন ডাই অক্সাইড।

প্রশ্ন : মিনান্ডার কে ছিলেন?

উত্তর : ইন্দ গ্রিক।

প্রশ্ন : বস্নাইড আসানিন গ্রন্থটি কার লেখা?

উত্তর : অ্যাট উড।

প্রশ্ন : কনিষ্কক কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন?

উত্তর : অশ্ব ঘোষ।

প্রশ্ন : সূর্য মন্দির কোথায় অবস্থিত?

উত্তর : কোণার্ক।

প্রশ্ন : ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়?

উত্তর : ইংল্যান্ড।

প্রশ্ন : ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জয়ী হয়?

উত্তর : ইংল্যান্ড।

প্রশ্ন : কর্কট সংক্রান্তি কত তারিখে পালন করা হয়?

উত্তর : ২১ জুন।

প্রশ্ন : হিন্দু ভিউ অফ লাইফ কার লেখা?

উত্তর : ডক্টর এস রাধাকৃষ্ণন।

প্রশ্ন : ৩উ দেখার চশমাতে ব্যবহৃত হয়?

উত্তর : পোলারয়েড।

প্রশ্ন : দারুচিনি দ্বীপ কাকে বলা হয়?

উত্তর : শ্রীলংকাকে।

প্রশ্ন : পলাশীর যুদ্ধের সূচনা হয়েছিল-

উত্তর : ১৭৫৭ সালে

প্রশ্ন : কোন অনুপযুক্ত কাজের ফলে মানুষের মধ্যে 'মাইক্সেডিমা' হয়?

উত্তর : থাইরয়েড গ্রন্থি।

প্রশ্ন : জলপাই ও আঙ্গুর উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি?

উত্তর : ইতালি।

প্রশ্ন : ১৬১০ সালে গ্যালিলিও কোন গ্রহের চারটি চাঁদ আবিষ্কার করেন?

উত্তর : বৃহস্পতি।

প্রশ্ন : কোন আইনি শব্দ সম্পত্তি বন্ধক নির্দেশ করে?

উত্তর : বন্ধক।

প্রশ্ন : বৈদিক সমাজে একদল পরিবারকে বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হতো?

উত্তর : গ্রামা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে