সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

জাতিসংঘ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টি জাতিসংঘের একাডেমিক ও গবেষণা শাখা, এর সদর দপ্তর জাপানের (টোকিও)। ইউএন ইনস্টিটিউশন কূটনৈতিক সমস্যা সহযোগী গবেষণা ও শিক্ষার মাধ্যমে মানব উন্নয়ন ও কল্যাণ সম্পর্কিত বিষয়গুলি সমাধান করে।
শিক্ষা জগৎ ডেস্ক
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়?

উত্তর:১ বছরের জন্য।

প্রশ্ন: নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়?

উত্তর:২ বছরের জন্য।

প্রশ্ন:অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়?

উত্তর:৩ বছরের জন্য।

প্রশ্ন:জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি?

উত্তর:৬টি (ইংরেজি, আরবি, ফারসি, চীনা, রুশ ও স্প্যানিশ)

প্রশ্ন:জাতিসংঘের সদস্যপদ কয়টি?

উত্তর:১৯৩টি সদস্য দেশ [পর্যবেক্ষকঃ ২টি]

প্রশ্ন:জাতিসংঘের সদর দপ্তরের মূল ভবনটির নকশা প্রণয়ন করেন কে?

উত্তর:লে করবুসিয়ে।

প্রশ্ন:জাতিসংঘের আনুষ্ঠানিকভাবে সদর দপ্তরের উদ্বোধন হয় কবে?

উত্তর:৯ই জানুয়ারি ১৯৫১ সালে।

প্রশ্ন:জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় কখন?

উত্তর:সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।

প্রশ্ন: আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তর:২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।

প্রশ্ন: জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীগণ তাদের কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার করেন?

উত্তর: ইংরেজি অথবা ফরাসি।

প্রশ্ন: জাতিসংঘের কোন মহাসচিব শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার পান?

উত্তর: দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১ সালে)।

প্রশ্ন: আয়তনে জাতিসংঘের ছোট দেশ কোনটি?

উত্তর: মোনাকো। (১.৯৫ বর্গ কি.মি.)।

প্রশ্ন: জনসংখ্যায় জাতিসংঘের ছোট দেশ কোনটি?

উত্তর: ট্রু্রুভ্যালু।

প্রশ্ন: কোন দেশ প্রথমে জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয়?

উত্তর:পোল্যান্ড।

প্রশ্ন: জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

উত্তর: টোকিও (জাপান)।

প্রশ্ন:জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা কে?

উত্তর: মহাসচিব।

প্রশ্ন: জাতিসংঘের অছি পরিষদ কার অধীনে কাজ করে?

উত্তর: সাধারণ পরিষদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে