সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২১ এপ্রিল ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

৪৭. 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে কোন প্রাণীর কথা বলা হয়েছে?

ক. খচ্চর খ. গরু

গ. গাধা ঘ. ঘোড়া

উত্তর : গ. গাধা

৪৮. 'রহমত তার এলাকার সব খবর রাখে- রহমতের সাথে 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির সাদৃশ্য রয়েছে?

ক. আবদুর রহমানের খ. মুজতবা আলীর

গ. আমীর আলীর ঘ. কাবুলের মন্ত্রীর

উত্তর : ক. আবদুর রহমানের

৪৯. লেখক যেখানে থাকেন সেখান থেকে কাবুল কত মাইলের রাস্তা?

ক. তিন মাইল খ. আড়াই মাইল

গ. দুই মাইল ঘ. এক মাইল

উত্তর : খ. আড়াই মাইল

৫০. আবদুর রহমানের বোঝাটি কেমন ছিল?

ক. পর্বতের মতো উঁচু

খ. পর্বতের মতো এবড়োখেবড়ো

গ. পর্বতের মতো শক্ত

ঘ. পর্বতের মতো উঁচু-নিচু

উত্তর : ক. পর্বতের মতো উঁচু

আমার পরিচয়

১. আমার পরিচয় কবিতায় কতটি নদীর কথা উলেস্নখ আছে?

ক. সাত শত খ. বারো শত

গ. তেরো শত ঘ. চৌদ্দ শত

উত্তর : গ. তেরো শত

২. বৌদ্ধবিহার কোথায় অবস্থিত?

ক. কুমিলস্না খ. পাহাড়পুর

গ. মধুটিলা ঘ. দিনাজপুর

উত্তর : খ. পাহাড়পুর

৩. বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শনের নাম-

ক. শ্রীকৃষ্ণ কীর্তন খ. ব্রজবুলি

গ. চন্ডীমঙ্গল ঘ. চর্যাপদ

উত্তর : ঘ. চর্যাপদ

৪. দেউল শব্দের অর্থ-

ক. দেবতা খ. দরজা

গ. দেবালয় ঘ. উপাসনা

উত্তর : গ. দেবালয়

৫. নিচের কোন কাব্যগ্রন্থ থেকে আমার পরিচয় কবিতাটি নেওয়া হয়েছে?

ক. ধূলি ও সাগর দৃশ্য খ. ছোবল

গ. কিশোর কবিতা সমগ্র ঘ. ছাড়পত্র

উত্তর : গ. কিশোর কবিতা সমগ্র

৬. আমি তো এসেছি-

র. চর্যাপদের অক্ষরগুলো থেকে

রর. কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে

ররর. পালযুগ নামে চিত্রকলার থেকে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

৭. কবি কার বিদ্রোহী গ্রাম থেকে এসেছেন?

ক. ক্ষুদিরামের খ. তিতুমীরের

গ. সূর্য সেনের ঘ. কৈবর্তের

উত্তর : ঘ. কৈবর্তের

৮. 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।' এটি বাঙালির-

ক. মূলমন্ত্র খ. বীজমন্ত্র

গ. জাতীয় মন্ত্র ঘ. শ্রেষ্ঠমন্ত্র

উত্তর : খ. বীজমন্ত্র

৯. আমার পরিচয় কবিতায় কয়টি কাব্যগ্রন্থের কথা উলেস্নখ আছে?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৪টি

উত্তর : খ. ২টি

১০. কবি বিভেদের রেখা মুছে দিয়ে কীসের ছবি আঁকবেন?

ক. একতার খ. ভ্রাতৃত্বের

গ. সাম্যের ঘ. ঐক্যের

উত্তর : গ. সাম্যের

১১. জমির সীমানার পথকে কী বলে?

ক. সরুপথ খ. আলপথ

গ. রেখাপথ ঘ. মূলপথ

উত্তর : খ. আলপথ

১২. নিচের কোনটি মৈমনসিংহ গীতিকার পালা?

ক. কমলার দীঘি খ. মহুয়ার পালা

গ. বেহুলার বাসর ঘ. ক ও খ

উত্তর : ঘ. ক ও খ

১৩. বাংলাদেশের জাতীয় স্স্নোগান-

ক. জয় বাংলাদেশ খ. জয় বাংলা

গ. বাংলাদেশ জিন্দাবাদ ঘ. বাংলা জিন্দাবাদ

উত্তর : খ. জয় বাংলা

১৪. আমার পরিচয় কবিতায় ফুটে উঠেছে

ক. বাংলার রূপবৈচিত্র্য

খ. বাঙালি জাতির ইতিহাস

গ. কবির আত্মপ্রেম

ঘ. বাংলার প্রাকৃতিক সৌন্দর্য

উত্তর : খ. বাঙালি জাতির ইতিহাস

১৫. সৈয়দ শামসুল হকের জন্ম জেলার নাম-

ক. শেরপুর খ. বরিশাল

গ. চট্টগ্রাম ঘ. কুড়িগ্রাম

উত্তর : ঘ. কুড়িগ্রাম

১৬. আমার পরিচয় কবিতায় কোন যুগের চিত্রকলার কথা বলা হয়েছে?

ক. মৌর্য যুগের খ. পাল যুগের

গ. গুপ্ত যুগের ঘ. মুঘল যুগের

উত্তর : খ. পাল যুগের

১৭. আমার পরিচয় কবিতার কার ডিঙার বহরের কথা বলা হয়েছে?

ক. লখিন্দরের খ. ক্ষুদিরামের

গ. মাঝির ঘ. সওদাগরের

উত্তর : ঘ. সওদাগরের

১৮. সোনা মসজিদ কোথায় অবস্থিত?

ক. পুন্ড্রনগরে খ. সমতটে

গ. বড়কামতায় ঘ. বরেন্দ্র ভূমিতে

উত্তর : ঘ. বরেন্দ্র ভূমিতে

১৯. জয়নুল আবেদিন ছিলেন?

ক. কবি খ. ব্রিটিশবিরোধী আন্দোলনকারী

গ. চিত্রশিল্পী ঘ. বিখ্যাত লেখক

উত্তর : গ. চিত্রশিল্পী

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে