সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

রুয়েট শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

শিক্ষা জগৎ ডেস্ক
  ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০
রুয়েট শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য
রুয়েট শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতা ২০২৩-২৪ এ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার তিনটি ট্র্যাকের মধ্যে কম্পিউটিং ট্র্যাকে প্রথম স্থান অধিকার করেন রুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার প্রকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তালহা ই-নূর। হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে এ প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এ প্রতিযোগিতার আয়োজন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দক্ষিণ এশিয়া এন্টারপ্রাইজ বিজনেস গ্রম্নপের উপ-ব্যবস্থাপনা পরিচালক কার্ল ইউ ইং, দক্ষিণ এশিয়া এন্টারপ্রাইজ বাণিজ্যিক ও বিতরণ সেলসের পরিচালক মিজানুর রহমান খান চৌধুরী।

সপ্তম হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতা ২০২৩-২৪ এ ৭৪টি দেশ এবং ২ হাজারের বেশি বিশ্ববিদ্যালয় থেকে ১ লাখ ২০ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 'কানেকশন, গেস্নারি অ্যান্ড ফিউচার' থিমের আওতায় পরিচালিত এ প্রতিযোগিতা প্রযুক্তির আন্তঃসংযোগ ও বৈশ্বিক প্রভাবকে তুলে ধরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে