শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নতুন পরিচয়ে কুসুম সিকদার

বিনোদন রিপোর্ট
  ০৭ এপ্রিল ২০২৩, ০০:০০

দুই দশক ধরে শোবিজে আলো ছড়িয়ে যাওয়া কুসুম সিকদার দীর্ঘদিন ধরেই আলোচনার বাইরে। কোনো এক রহস্যজনক কারণে কাজ থেকেও অনেকটা দূরে থাকা এক সময়ের ছোট ও বড়া পর্দা মাতানো এই মডেল-অভিনেত্রী। শুধু তাই নয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী গান গেয়েও বেশ সুনাম অর্জন করেছেন। বহু গুণে সমৃদ্ধ এই তারকা সর্বশেষ আলোচনায় এসেছেন করোনা প্রকোপের সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে-মধ্যে দেখা মিললেও সেখানেও এক ধরনের নীরবতা পালন করছেন অনেক দিন ধরে। লালটিপ, গহীনে শব্দ খ্যাত এই অভিনেত্রী বিরতি ভেঙে আরও এক নতুন পরিচয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন এবার।

কুসুম সিকদার জানালেন, সাত বছর পর ফের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সেই সঙ্গে জানা গেল তার নতুন পরিচয়ের চমক। কুসুম সিকদারের নতুন চলচ্চিত্রের নাম 'শরতের জবা'। চমকপ্রদ ব্যাপার হলো, ছবিটির মাধ্যমে পরিচালক-প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। গল্প-চিত্রনাট্য তারই। এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত তার গল্পগ্রন্থ 'অজাগতিক ছায়া'য় 'শরতের জবা' গল্পটি রয়েছে। কুসুমের প্রযোজনা প্রতিষ্ঠান পহরডাঙ্গা পিকচার্সের প্রথম নিবেদন হতে যাচ্ছে 'শরতের জবা'। নড়াইলের কালিয়া উপজেলায় পহরডাঙ্গা নামে একটি ইউনিয়ন আছে। সেখানে কুসুমের দাদাবাড়ি। ছবিটির শুটিং হয়েছে পহরডাঙ্গাতেই। এরই মধ্যে সিনেমার কাজও অনেকখানি এগিয়েছে। এতে কুসুমের বিপরীতে অভিনয় করছেন ইয়াশ রোহান। কুসুম সিকদার বলেন, 'আমার অনেকদিনের স্বপ্ন ছিল নিজের প্রনা প্রান থেকে চলচ্চিত্র তৈরি করার। অবশেষে সেটা পূরণ করতে যাচ্ছি। এজন্য আমি খুব রোমাঞ্চিত। ছবিটি মুক্তি দিতে আর কিছুদিন হয়তো লাগবে।'

কুসুমের সঙ্গে ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন সুমন ধর। এখন পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। দুই ঘণ্টা দৈর্ঘ্যের ছবিটি ওটিটি নাকি সিনেমা হলে মুক্তি পাবে- তা এখনই বলতে নারাজ কুসুম। ছবিটিতে আরও অভিনয় করেছেন জিতু আহসান, শহিদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারি, হাসনাত রিপন, জাহাঙ্গীরসহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন খায়ের খন্দকার। 'শরতের জবা'য় একটি গান আছে। এটি গেয়েছেন আলেয়া বেগম। এর কথা লিখেছেন ও সুর করেছেন ইমন চৌধুরী। সঙ্গীতায়োজনে সন্ধি।

২০১৬ সালে 'শঙ্খচিল' ছিল কুসুম সিকদার অভিনীত সর্বশেষ সিনেমা। পরের বছর ২০১৭ সালে হৃদয় খানের সঙ্গে 'নেশা' নামের একটি গানে কণ্ঠ দেন কুসুম সিকদার। সেই গানের ভিডিও প্রকাশ হলে হইচই পড়ে যায় নেট দুনিয়ায়। এরপর ২০২০ সালে 'ম্যাজিক বাউলিয়ানা'র তৃতীয় আসরের এক প্রতিযোগীর সঙ্গে 'তোমায় হৃদ মাজারে রাখিবো' শিরোনামের একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন কুসুম। গানটির মিউজিক ভিডিওতেও উপস্থিত ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে