রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

প্রথমবার খলচরিত্রে সুষমা

বিনোদন রিপোর্ট
  ০৯ এপ্রিল ২০২৩, ০০:০০

অভিনেত্রী সুষমা সরকার প্রায় ১০টি সিনেমায় অভিনয় করেছেন। প্রতিটি সিনেমাতেই তিনি সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তার সবই ছিল পজিটিভ চরিত্র। এবারই প্রথম সুষমা সিনেমায় নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন। সিনেমার নাম 'ছায়া'। ফেরারী ফরহাদের কাহিনী ও সংলাপে সিনেমাটি নির্মাণ করছেন ওয়াজেদ আলী সুমন। এরই মধ্যে বাংলাদেশের পাবনা শহরে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। সুষমা গেল শুক্রবার থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন। টানা আটদিন তিনি এই সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকবেন তিনি। সুষমা সরকার বলেন, 'এবারই প্রথম আমি সিনেমায় নেগেটিভ চরিত্রে অভিনয় করছি। বলা যায় সিনেমার গল্পের অন্যতম প্রধান একটি চরিত্র আমার চরিত্রটি। যে কারণে কাজটি অনেক মনোযোগ দিয়ে করার চেষ্টা করছি। পরিচালক ওয়াজেদ আলী সুমন ভাইও ভীষণ সহযোগিতা করছেন যেন আমার চরিত্রটি পারফেক্ট হয়।' সপ্তাহখানেক পর ঢাকায় ফিরে ঈদের নাটকের কাজ করবেন সুষমা। এদিকে কিছুদিন আগে সুষমা লিটন করের নির্দেশনায় 'আইসিইউ' নামক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্ছিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন। পুরস্কৃতও হয়েছেন তিনি 'আজোয়া গল্পওয়ালা সম্মাননা-২০২৩'-এ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে। এই অভিনেত্রী বলেন, 'আর আইসিইউর জন্য অনেক সাড়া পেয়েছি, পুরস্কৃতও হয়েছি আমি। ধন্যবাদ লিটন করকে আমার চরিত্রটির জন্য আমার ওপর আস্থা রাখার জন্য। আমি আগামীতেও এ ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই।' সুষমা সরকার নিয়মিত নাটকেও অভিনয় করছেন বর্তমানে তিনি কায়সার আহমেদ'র 'স্বপ্নের রানী', সজীব মাহমুদের 'প্রেম নিকেতন' ধারাবাহিকে অভিনয় করছেন।

সুষমা সরকার অভিনীত উলেস্নখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে 'ডুবসাঁতার',' ছুঁয়ে দিলে মন',' দহন',' ভুবন মাঝি',' বাদশা',' গোর', 'নবাব এল এলবি' ইত্যাদি। সুষমা অভিনীত 'আইসিইউ' চলচ্চিত্র সিঙ্গাপুর ও নেপালে দুটি ভিন্ন ফিল্ম ফ্যাস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কারে ভূষিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে