সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

গাজী মাজহারুলের গান চঞ্চল-শাওনের কণ্ঠে

বিনোদন রিপোর্ট
  ১৮ এপ্রিল ২০২৩, ০০:০০

১৯৭৮ সালের ২৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল নায়করাজ রাজ্জাক ও অঞ্জনা অভিনীত আজিজুর রহমান পরিচালিত সত্য সাহা ও রমলা সাহা প্রযোজিত সিনেমা 'অশিক্ষিত'। এই সিনেমায় প্রয়াত বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা 'ঢাকা শহর আইসা আমার' গানটির সুর-সঙ্গীত করেছিলেন সত্য সাহা। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শাম্মী আখতার ও খন্দকার। এবার সেই গানটিতে নতুন করে কণ্ঠ দিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী এবং অভিনেত্রী মেহের আফরোজ শাওন। আসন্ন ঈদের আগের দিন চাঁদ রাতে গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন গাজী মাজহারুল আনোয়ারের পুত্র উপল ও কন্যা দিঠি। গান গাওয়া প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, 'বাংলাদেশের সিনেমার গান, আধুনিক গানের ক্ষেত্রে একজন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের যে বিশাল কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞের সঙ্গে আমি এভাবে কোনোদিন যুক্ত হতে পারব, তা কল্পনাও করিনি। এজন্য আইপিডিসি পরিবারের প্রতি কৃতজ্ঞতা। শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের লেখা এই গান শুধু গাওয়ারই বিষয় ছিল না। ছিল অভিনয়, ছিল অভিব্যক্তিরও বিষয়। অবশ্যই এই গানে আগের দিনের আবেগ অনুভূতি পাবেন শ্রোতারা। আগের প্রজন্মের সঙ্গে বর্তমানের প্রজন্মের একটি যোগসূত্র তৈরি করে দেওয়ার জন্য গানটি গাওয়ার চেষ্টা করেছি। শাওনের সঙ্গে গানে আমার এক ধরনের রসায়ন তৈরি হয়েছে। এই গানেও নতুন করে সেই রসায়নের ফল পাবেন। আগরতলা থেকে মুঠোফোনে শাওন বলেন, 'এই গানটি আমরা সরাসরিই মিউজিক ভিডিও নির্মাণের সময়ই গেয়েছি। আমি আর চঞ্চল ভাই মেকাপ রুমে বসেই পস্ন্যান করি যে, আমরা এই গানের সঙ্গে নাচব। তো দু'জনের গানে গানে দ্বৈত নৃত্য একটি নতুন ব্যাপার। আমরা খুব মজা করতে করতেই কাজটি করেছি।' গানটির নতুন করে সঙ্গীতায়োজন করেছেন ইমন সাহা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে