সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বশির আহমেদের নবম মৃতু্যবার্ষিকী

বিনোদন রিপোর্ট
  ১৯ এপ্রিল ২০২৩, ০০:০০

'অনেক সাধের ময়না আমার', 'আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো', 'যা রে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি', 'ডেকো না আমারে তুমি, 'খুঁজে খুঁজে জনম গেল', 'সজনী গো ভালোবেসে এত জ্বালা কেন বল না'- এ রকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী বশির আহমেদ। তিনি ছিলেন একাধারে শিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক। বরেণ্য এই সঙ্গীতশিল্পীর আজ নবম মৃতু্যবার্ষিকী। ২০১৪ সালের এইদিনে ঢাকার মোহাম্মদপুরের নিজ বাসায় তিনি মারা যান।

দিলিস্নর সওদাগর পরিবারের সন্তান বশির আহমেদ ১৯৩৯ সালের ১৯ নভেম্বর কলকাতার খিদিরপুরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নাসির আহমেদ। ১৯৬৪ সালে বশির আহমেদ সপরিবারে ঢাকায় চলে আসেন। ঢাকায় আসার আগে উর্দু চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন। তার কণ্ঠস্বর ছিল মাধুর্যে ভরা। রাগসঙ্গীতেও দখল ছিল তার। তিনি উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ বড়ে গোলাম আলীর কাছে তালিম নিয়েছেন। উপমহাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী তালাত মাহমুদের সঙ্গে তিনি তালাশ চলচ্চিত্রে কাজ করেছেন। বশির আহমেদ একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে