সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ফারুকের আসনে প্রার্থী হতে চান সিদ্দিক

বিনোদন রিপোর্ট
  ২০ এপ্রিল ২০২৩, ০০:০০

টিভি ও চলচ্চিত্র অভিনেতা সিদ্দিকুর রহমান অভিনয়কে বিদায় জানিয়ে শুরু করেন রাজনৈতিক ময়দানে পদচারণা। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন এই অভিনেতা। মনোনয়ন না পেলেও হাল ছাড়েননি, আবারও নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। তবে এবার টাঙ্গাইল নয়, ঢাকা-১৭ আসন (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন সিদ্দিক। মঙ্গলবার নিজ কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পোস্টার উন্মোচন করে নির্বাচনী প্রচারণার প্রাথমিক কার্যক্রম শুরু করেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে সিদ্দিক বলেন, এই আসনে ফারুক ভাই (নায়ক ফারুক) নির্বাচন করেছিলেন। এটা ভিভিআইপি এলাকা। এই আসনে শিল্পীরা নির্বাচন করেন। ফারুক ভাই যেহেতু এবার অসুস্থ, তাই আমি এই আসন থেকে নির্বাচন করতে চাই। এরই মধ্যে আমি কার্যক্রম শুরু করেছি। আজ থেকে আমার নির্বাচনী প্রচারণা

শুরু হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে