সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ঈদে নানান রঙে তারিন

মাসুদুর রহমান
  ২১ এপ্রিল ২০২৩, ০০:০০

বহুমাত্রার প্রতিভার অধিকারী তারিন জাহান। তবে মডেল অভিনেত্রী ও নৃত্যশিল্পী হিসেবেই বেশি পরিচিত ছোট পর্দার এই তারকা। ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করলেও এখনো মাতিয়ে রেখেছেন দর্শকদের। রূপে, গুণে আর সাবলীল অভিনয়ে এখনো বাড়তি আকর্ষণ সবার কাছে। পরিপাটি গল্পের নাটকে তার নিখুঁত অভিনয়ে দর্শক মুগ্ধ হন বরাবরই। শৈল্পিক গুণ আর অভিনয় দক্ষতায় এখনো রয়েছেন তিনি জনপ্রিয়তায়। নানা কারণে মাঝে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়লেও আবার সরব হয়ে ওঠেছেন লাইট-ক্যামেরায়। এখন প্রায় নাটকে কাজ করছেন। নির্মাতারাও তাকে নিয়ে আগ্রহী হয়ে ওঠেছেন। এবারের ঈদে নানান রঙে আসছেন তারিন। নাটক, নৃত্য ও অন্যান্য অনুষ্ঠানেও থাকছে তার সরব উপস্থিতি। রুবেল হাসানের পরিচালনায় মেজবাহ উদ্দিন সুমনের রচনায় ঈদের বিশেষ টেলিফিল্ম 'প্রিয় পরিবার'-এ দেখা যাবে তারিনকে। এ নাটকে তিনি অভিনয় করেছেন বৃদ্ধ বয়সি এক নারীর চরিত্রে। নাটকে নানা চরিত্রে অভিনয় করলেও এমন ব্যতিক্রমী চরিত্রে দেখা যায়নি তারিনকে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। তাদের দেখা যাবে বৃদ্ধ স্বামী-স্ত্রীর ভূমিকায়। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ৭ বছর পর জুটি হয়ে আসছেন অপূর্ব-তারিন। দীর্ঘদিন পর অপূর্বর সঙ্গে অভিনয় ও এমন একটি পারিবারিক গল্পের নাটকে অভিনয় করা প্রসঙ্গে তারিন জাহান বলেন, 'মূলত গল্পটা ভালো লাগার কারণেই এ নাটকে অভিনয় করা। আমি ও অপূর্ব দুজন প্রথম কোনো নাটকে বৃদ্ধ বয়সের চরিত্রে অভিনয় করছি। রুবেলের সঙ্গেও এটা আমার প্রথম কাজ। অনেক যত্ন নিয়ে, বুঝে শুনে কাজটি করছেন তিনি। এ ছাড়া নাটকে অপূর্ব ও আমার সন্তান চরিত্রে যারা অভিনয় করছেন মনে হচ্ছিল ওরা আমাদেরই পরিবারের অংশ। অভিনেত্রী আরও বলেন, নাটকটিতে প্রত্যেকেই যার যার চরিত্রের ভেতরে ঢুকেই অভিনয় করার চেষ্টা করছে। সেই সঙ্গে নাটকটি সবার ভালো লাগবে বলে আশা করি।' ঈদে নাটকটি প্রচার হবে '?ক্লাব এন্টারটেইনমেন্ট' ইউটিউব চ্যানেলে। ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে বিশেষ নাটক 'বাড়িঘর আপন পর'। ইত্যাদি খ্যাত বরেণ্য নির্মাতা হানিফ সংকেতের পরিচালনায় এ নাটকে দেখা যাবে তারিনকে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। নাটকটিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, আব্দুন নূর সজল, লুৎফর রহমান জর্জ, সুভাশিষ ভৌমিক ও নজরুল ইসলাম। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন পুলক ও রিয়াদ। এ ছাড়াও 'ক্যান্সার পার্টনার' নাটকেও দেখা যাবে তারিনকে। এটি চয়নিকা চৌধুরীর পরিচালনায় ১০০তম নাটক। ঈদে প্রচারের অপেক্ষায় থাকলেও এর শুটিং হয়েছিল অনেক আগে। জানুয়ারি মাসের ৭ ও ৮ তারিখে। 'ক্যান্সার পার্টনার'র গল্প মিথিলা মালিহার, চিত্রনাট্য করেছেন শফিকুর রহমান শান্তনু। চয়নিকা বলেন, 'তারিন আমার পরিচালনায় প্রথম অভিনয় করেন ২০০৪ সালে, ওই বছরের পহেলা বৈশাখে বাংলাভিশনে প্রচারিত হয়েছিল আমাদের জুটির প্রথম নাটক 'রজনীগন্ধা'। সেই নাটকে তারিনের সঙ্গে ছিলেন টনি ডায়েস।' তারিন বলেন, 'কীভাবে যে সংখ্যাটা ১০০ হয়ে গেছে নিজেও জানতাম না। শুটিংয়ে যাওয়ার পর বৌদি (চয়নিকা চৌধুরী) জানান, এটা আমাদের শততম সিঙ্গেল নাটক। আমাদের ধারাবাহিক নাটক রয়েছে, টেলিফিল্ম রয়েছে সেগুলো হিসাব ছাড়া। বিষয়টিকে সারপ্রাইজ বলব না, চমৎকার একটি অভিজ্ঞতা। এটা সম্ভব হয় পরিচালক-শিল্পীর মধ্যে যখন সুসম্পর্ক, বোঝাপড়া, শ্রদ্ধাবোধ কিংবা কাজের প্রতি বিশ্বাস থাকে।' লক্ষ্ণীপুরের মেয়ে তারিন ১৯৮৫ সালে নতুন কুঁড়িতে প্রথম হয়ে সবার নজর কাড়েন। শিশুশিল্পী হিসেবে অনেক টিভি নাটকে অভিনয় করেন তিনি। বড় হলেও অভিনয়ে ছেদ ঘটেনি। কমেনি নির্মাতাদের কাছে তার চাহিদা। ৪৬ বছর বয়সেও অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি। তবে আগের মতো নিয়মিত না হলেও মানসম্মত কম নাটকে অভিনয় করেন তিনি। তারিন শুধু অভিনেত্রীই নন, তিনি একজন নৃত্যশিল্পীও। ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। নাচের প্রতি আগ্রহ দেখে মাত্র সাড়ে তিন বছরের তারিনকে তার মা ভর্তি করিয়ে দেন তপন দাস গুপ্তার কাছে। ১৯৮২ সালে তিনি নাচ শেখা শুরু করেন। ১৯৮৪ সালে তিনি প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। এরপর থেকে বিভিন্ন অনুষ্ঠানে নাচের জন্য ডাক পড়ত তারিনের। অবশ্য পরবর্তীতে তারিন অভিনয়ে অধিক পরিচিতি হয়ে ওঠেন। অভিনয়ের পাশাপাশি সময়-সুযোগ হলে নৃত্যের তালে তালে দর্শকও মাতান এই শিল্পী। তারই ধারাবাহিকতায় ঈদের একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন তিনি। ঈদের দিন বিটিভিতে প্রচার হবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান 'আনন্দ মেলা'। আনন্দ মেলায় ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে একক নৃত্য পরিবেশন করবেন তারিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে