সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ছোট পর্দায় ঈদের প্রথম তিন দিন

ইন্টারনেটের এই যুগে দর্শক আর টিভি সেটের সামনে বসে থাকেন না। কবে কখন কোন অনুষ্ঠান প্রচারিত হবে- তারও খবর রাখেন না। তারপরও দেশের টিভি চ্যানেলগুলো নানা রকম অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে দর্শককে বিনোদনের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। বিশেষ দিবসগুলোতেও সাজছে বর্ণিল সাজে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদুল ফিতরেও সপ্তাহব্যাপী রকমারি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বিটিভিসহ দেশের সব কটি টিভি চ্যানেল। নাটক-টেলিফিল্ম, ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে সঙ্গীত ও শিশুবিষয়ক অনুষ্ঠানগুলোতে। ঈদের প্রথম তিনদিনের উলেস্নখযোগ্য অনুষ্ঠানের খুঁটিনাটি তুলে ধরা হলো দর্শক ও পাঠকের জন্য-
নতুনধারা
  ২১ এপ্রিল ২০২৩, ০০:০০
ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র দৃশ্য

ঈদের প্রথম দিন

বিটিভিতে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নাটক পান্তা ভাতে ঘি। এস এ হক অলিকের রচনায় শাহরিয়ার মোহাম্মদ হাসানের পরিচালনায় এতে অভিনয় করেছেন আ খ ম হাসান, মানসী প্রকৃতি ও শেলী আহসানসহ অনেকে। রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ মেলা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চলচ্চিত্রের এই সময়ের আলোচিত জুটি সিয়াম ও পুজা চেরী। এছাড়াও বিগত আনন্দ মেলার উপস্থাপক সাজু খাদেম ও তারিন, শামীম আরা নিপা ও জুয়েল আইচকেও উপস্থাপনা করতে দেখা যাবে।

এটিএন বাংলায় সকাল ৯টায় প্রচারিত হবে রাফাত মজুমদার রিংকুর রচনা ও পরিচালনায় নাটক ঈদ সেলামি। এতে অভিনয় করেছেন জোভান, সামিরা মাহি ও সমু চৌধুরী। সন্ধ্যা ৫.৫০ মিনিটে প্রচারিত হবে নাটক বিয়ে বাড়ি। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও সামিরা খান মাহি। রাত ৭.৪০ মিনিটে মেজবাহ উদ্দিন সুমন পরিচালিত নাটক ঈর্ষা। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল, সামান্তা পারভেজ, সমু চৌধুরী এবং রাত ৮.৪৫ মিনিটে রয়েছে হানিফ সংকেতের পরিচালনায় নাটক বাড়ি-ঘর আপন। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীজ্জামান সেলিম, মীর সাব্বির, তারিন জাহান, আব্দুন নূর সজল, লুৎফর রহমান জর্জ, সুভাশিষ ভৌমিক ও নজরুল ইসলাম।

চ্যানেল আইয়ে দুপুর আড়াইটায় প্রচারিত হবে টেলিফিল্ম সাহারা মরুভূমি। নঈম ইমতিয়াজ নেয়ামুলের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সাবিলা নুর, মিশা সওদাগর, শফিক খান দিলু প্রমুখ। সাড়ে ৪টায় টেলিফিল্ম উপেক্ষিত এবং রাত ৯.৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক ওলট পালট। পরিচালনায় আবুল হায়াত। অভিনয়ে আবুল হায়াত, শিরিন আলম, রওনক হাসান, জাকিয়া বারী মম প্রমুখ।

বৈশাখী টিভিতে সন্ধ্যা সাড়ে ৭টায় ধারাবাহিক নাটক ডেমকেয়ার। পরিচালনায় মুহিন খান। অভিনয়ে আরফান আহমেদ, মিহি আহসান, অলিউল হক রুমী, রাশেদ মামুন অপু, জয়রাজ, রোজী সিদ্দিকী, বড়দা মিঠু প্রমুখ। রাত ৮.১০ মিনিটে একক নাটক হদয় ক্ষরণ। পরিচালনায় নাজমুল রনি। অভিনয়ে অপূর্ব, হিমি ও সৌমী প্রমুখ। ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক দুই জামাই। পরিচালনায় হানিফ খান। অভিনয়ে জাহিদ হাসান, ডা. এজাজ, বড়দা মিঠু, তারিক স্বপন, নাজিয়া হক অর্ষা, নাবিলা ইসলাম প্রমুখ। রাত ১০টায় ধারাবাহিক নাটক হাবুর স্কলারশিপ। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, অলিউল হক রুমি, শফিক খান দিলু, মাহা প্রমুখ।

মাছরাঙ্গা টিভিতে সন্ধ্যা ৭.২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক অংক স্যার। এজাজ মুন্নার পরিচালনায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ। রাত ৮টায় (জোভান, তাসনিয়া ফারিণ অভিনীত নাটক গুনগুনিয়ে। ৯.১০ মিনিটে নাটক সুরেলা সুলতান। অভিনয়ে মারজুক রাসেল তানজিকা, চাষী আলম, মুকিত জাকারিয়া। রাত ১০টায় নাটক মিস্টার টকেটিভ। অভিনয়ে শামীম হাসান সরকার ও রুকাইয়া জাহান চমক।

আরটিভিতে দুপুর ২টায় ওয়েব ফিল্ম অদিতি। রচনা ও পরিচালনা রাকেশ বসু। অভিনয়ে সোহানা সাবা, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, আবদুলস্নাহ রানা, মিহি আহসান, গাজী আব্দুন নূর, আশরাফুল আলম সোহাগ প্রমুখ। বিকাল ৬টায় টক শো ঈদ কার্নিভাল। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক দমকা হাওয়া। পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে তানিয়া বৃষ্টি, ইয়াশ রোহান, তালহা খান, মাসুম বাশার, রকি খান, মিলি বাশার ও আরও অনেকে। রাত সাড়ে ৭টায় ধারাবাহিক নাটক তিন টেক্কা। রচনা ও পরিচালনায় আদিবাসী মিজান। অভিনয়ে ডা. এজাজুল ইসলাম, স্বাধীন খসরু, ফারুক আহামেদ, নাদিয়া। ৮.১০ মিনিটে নাটক ওয়ান হাগ রিমেইনিং। পরিচালনায় মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে তৌসিফ মাহবুব, মুনতাহিনা টয়া, মুসাফির সৈয়দ বাচ্চু প্রমুখ।

বাংলাভিশনে দুপুর ২.১০ মিনিটে প্রচারিত টেলিফিল্ম কিপ্টা ফ্যামিলি। রচনা ও পরিচালনায় মাইদুল রাকিব। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, অনিক ও আরও অনেকে। বিকেল ৫.১০ মিনিটে ধারাবাহিক নাটক হুলুস্থুল। রচনা ও পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে মারজুক রাসেল, চাষী, পাভেল, সালহা নাদিয়া, শামীমা নাজনীন, রুমেল ও আরও অনেকে। সন্ধ্যা ৬টায় নাটক আমি ভাইরাল হতে চাই। পরিচালনায় ওসমান মিরাজ। অভিনয়ে: শামীম, সারিকা সাবা ও আরও অনেকে। রাত ১০.৪৫ মিনিটে নাটক ফানিমুন। পরিচালনায় হাসিব হোসেন রাখি। অভিনয়ে নিলয়, সামিরা খান মাহি ও আরও অনেকে।

ঈদের দ্বিতীয় দিন

বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। আর বরাবরের মতো এবারও ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করছেন হানিফ সংকেত।

এটিএন বাংলায় সন্ধ্যা ৫.৫০ মিনিটে প্রচারিত হবে নাটক আই ওয়াশ। পরিচালনায় আদিবাসী মিজান। অভিনয়ে নিলয়, হিমি, তারিক আনাম খান। ৭.৪০ মিনিটে নাটক 'নেভার সিরিয়াস'। পরিচালনায় মাবরুর রশীদ বান্না। অভিনয়ে- মুশফিক ফারহান, কেয়া পায়েল।

রাত সাড়ে ১১টায় টেলিফিল্ম জাস্ট মৌমিতা। রচনা ও পরিচালায় শাহনেওয়াজ রিপন। অভিনয়ে মোশারফ করিম, তানহা তানিয়া।

চ্যানেল আইয়ে বেলা আড়াইটায় প্রচারিত হবে আপসহীনা। পরিচালনায় অনন্য ইমন। অভিনয়ে সাবিলা নুর, ইমন, ফখরুল বাশার, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। বিকাল সাড়ে ৪টায় গেম শো কৃষকের ঈদ আনন্দ। পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় শাইখ সিরাজ। সন্ধ্যা ৬.১০ মিনিটে ছোটকাকু সিরিজ পাবনার ভাবনা। ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ পরিচালনা করেছেন আফজাল হোসেন।

বৈশাখী টিভিতে রাত ৮.১০ মিনিটে প্রচারিত হবে নাটক: 'কন্ট্যাক্ট ম্যারিজ'। পরিচালনায় আল হাজেন। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, আরফান আহমেদ প্রমুখ। রাত সাড়ে ১০টায় ধারাবাহিক নাটক ভন্ড প্রেমিক। পরিচালনায় আনিসুর রহমান রাজীব। অভিনয়ে পাভেল, শাকিলা পারভিন, শহীদুলস্নাহ সবুজ, জীবন রায় প্রমুখ। রচনা: রাশিদুর রহমানের, পরিচালনা: আনিসুর রহমান রাজীব। রাত ১১.৩৫ মিনিটে মেগা নাটক হোটেল ফাইভ স্টার। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত অহনা রহমান, অলিউল হক রুম প্রমুখ। পরিচালনায় ফরিদুল হাসান।

মাছরাঙা টিভিতে রাত ৮টায় প্রচারিত হবে নাটক ফেক হানিমুন। পরিচালনায় মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে তৌসিফ, তাসনিয়া ফারিণ প্রমুখ। রাত ১০টায় নাটক ফুল ফোটানোর দিন। অভিনয়ে অপূর্ব ও মম এবং রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে টেলিফিল্ম কল মি।

আরটিভিতে রাত ৮.১০ মিনিটে প্রচারিত হবে নাটক আমাদের মধ্যে প্রেম ছিল। রচনা ও পরিচালনায় ইমরাউল রাফাত। অভিনয়ে সাফা কবির, সায়েদ জামান শাওন। ৯.১৫ মিনিটে ধারাবাহিক নাটক হানিমুন হট্টোগোল। পরিচালনায় সহিদ উন নবী। অভিনয়ে শামীম হাসান সরকার, অহনা রহমান, আব্দুলস্নাহ রানা, ফারুক আহামেদ। ৯.৪০ মিনিটে নাটক পজিটিভ গার্লফ্রেন্ড। পরিচালনায় মীর আদনান এবং অভিনয়ে মিশু সাব্বির, তানিয়া বৃষ্টি প্রমুখ।

বাংলাভিশনে বেলা ২.১০ মিনিটে টেলিফিল্ম 'জোৎস্নাহারা। পরিচালনায় এস আর মজুমদার; অভিনয়ে: অপূর্ব ও সাবিলা নূর। সন্ধ্যা ৬.১৫ মিনিটে নাটক পোস্টম্যান। রচনা ও পরিচালনায় মাহমুদ মাহিন। অভিনয়ে মুশফিক ফারহান, কেয়া পায়েল। রাত ৭.৪৫ মিনিটে নাটক ও প্রজাপতি। পরিচালনায় সোহেল আরমান। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল ও আরও অনেকে।

ঈদের তৃতীয় দিন

এটিএন বাংলায় সকাল ৯টায় প্রচারিত হবে নাটক কম খরচে ভালোবাসা। রাত ৭.৪০ মিনিটে অপূর্ব ও তানজিম সায়রা তটিনি অভিনীত নাটক এসো হাত বাড়াও। রাত ৮.৪৫ মিনিটে নাটক সম্পর্ক। চ্যানেল আইতে বিকাল সাড়ে ৪টায় টেলিফিল্ম উই আর সিক। সোহেল হাসানের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, প্রভা, জুঁই করিম। রাত ৭.৪০ মিনিটে জোভান, সাফা কবির অভিনীত নাটক একজন ভালো মানুষ। বাংলাভিশনে রাত ৮:৪০ মিনিটে মাইদুল রাকিবের পরিচালায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ঘুডু। অভিনয়ে হাসান মাসুদ, ফারিয়া শাহরিন, তানিয়া বৃষ্টি, মুকিত জাকারিয়া। রাত ১১.৩৫ মিনিটে নিলয়- মাহী অভিনীত নাটক চাঁদের গায়ে চাঁদ। বৈশাখী টিভিতে বিকাল ৫-৪৫ মিনিটে ধারাবাহিক নাটক 'সিঁড়ি'। অভিনয়ে মিশা সওদাগর, কাজী হায়াৎ, ডন, নিঝুম রু। সন্ধ্যা ৬.২০ মিনিটে ধারাবাহিক নাটক 'জামাই বাজার-৩'। অভিনয়ে রাশেদ সীমান্তা রহমান। রাত ৮.১০ মিনিটে নাটক: কিলার। অভিনয় করেছেন মোশাররফ করিম, জুঁই করিম প্রমুখ। মাছরাঙা টেলিভিশনে বিকাল ৫.৫০ মিনিটে মোশাররফ করিম, মিম চৌধুরী অভিনীত নাটক মিস্টার প্রিন্স। সন্ধ্যা ৭.২০ মিনিটে ধারাবাহিক নাটক- অংক স্যার। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি। রাত ৮টায় অপূর্ব, কেয়া পায়েল অভিনীত নাটক- সুভাষিনী। রাত ৯.১০ মিনিটে ধারাবাহিক নাটক- সুরেলা সুলতান। অভিনয়ে মারজুক রাসেল, তানজিকা, চাষি আলম, মুকিত। রাত ১০.২০ মিনিটে জোভান, সাফা কবির অভিনীত নাটক ডিয়ার ওয়াইফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে