সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

স্বপ্নছোঁয়ার প্রত্যাশায় অপু

মাসুদুর রহমান
  ০৫ জুন ২০২৩, ০০:০০
অপু বিশ্বাস

ঢালিউড কুইনখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক অপু বিশ্বাস। এক সময় প্রেক্ষাগৃহে তার ছবির একক আধিপত্য ছিল তুঙ্গে। অপু অভিনীত প্রায় ছবি ব্যবসা সফল হলেও দীর্ঘদিন ধরে সুবিধা করতে পারছেন না তিনি। সর্বশেষ গেল রোজার ঈদে তার 'প্রেম প্রীতির বন্ধন' সিনেমাটি আলোর মুখ দেখলে প্রত্যাশা পূরণ করতে পারেনি দর্শকের। চরম লোকসানের মুখে সিনেমাটির প্রযোজক ও পরিচালক কান্নায় ভেঙে পড়ে দর্শকের প্রতি সিনেমাটি দেখার আহ্বান জানান। তবে মুক্তির অপেক্ষায় থাকা অপুর একাধিক সিনেমা দর্শকের প্রত্যাশা পূরণ করবে বলে বিশ্বাস এই নায়িকার। আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে তার প্রযোজনার প্রথম সিনেমা 'লাল শাড়ি'। তাঁতশিল্পকে উপজীব্য করে নির্মিত সরকারি অনুদানের এই সিনেমাতে অপুর বিরপীতে অভিনয় করছেন সাইমন সাদিক। অভিনয়ের পাশাপাশি এই সিনেমাটি দিয়ে প্রথমবারের মতো প্রযোজনার খাতায় নাম লিখিয়েছেন এই অভিনেত্রী। ছবিটির মুক্তির প্রক্রিয়া নিয়ে এখন চলছে তার ব্যস্ততা। অপু বলেন, 'আমার অভিনীত প্রথম সিনেমার মতো 'লাল শাড়ি'র জন্য অপেক্ষা করছি। একই রকম অনুভূতি হচ্ছে আমার মধ্যে। প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য যেমন হয়েছিল, প্রথম প্রযোজিত সিনেমার জন্যও একই অনুভূতি হচ্ছে। সততার সঙ্গে মনপ্রাণ দিয়ে কাজটি করার চেষ্টা করছি। রাষ্ট্র আমাকে একটি ছবির জন্য অনুদান দিয়েছে, আমি যেন সেটাকে দারুণভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি, সেই চেষ্টাটাই আমার ভেতরে থাকবে। আমি আমার দর্শকদের জন্যই আজকের অপু বিশ্বাস। তাই দর্শকরাই আমাকে আমার যে কোনো কাজে অনুপ্রেরণা দিয়ে এসেছেন সবসময়। আশা করছি 'লাল শাড়ি'র মাধ্যমে তারা আমাকে আবারও উৎসাহিত করবেন। এটি আমার স্বপ্নের একটি সিনেমা, ভালোবাসার সিনেমা। আমার প্রত্যাশা অনেক বেশি। আমি চাই সিনেমাটি সবার হোক।' 'লাল শাড়ি' সিনেমাটি মূলত বাঙালির গল্প। এ দেশের বাঙালি নারীদের অন্যতম প্রধান পোশাক শাড়ি। অন্যদিকে লাল ভালোবাসার প্রতীক। আবার তাঁতিদের জীবনের কথাও উঠে এসেছে। সবমিলিয়ে বাঙালির জীবনের গল্প 'লাল শাড়ি'। অপু, সাইমন সাদিক ছাড়াও এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, দোয়েল ও সোমা প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। একই পরিচালকের 'ছায়াবৃক্ষ' সিনেমায় অভিনয় করেছেন অপু। এটিও সরকারি অনুদানের। ২০১৯-২০ অর্থবছরে অনুদানপ্রাপ্ত এ সিনেমায় অপুর নায়ক চিত্রনায়ক নিরব।

চা বাগানের শ্রমিকদের নানা ঘটনা নিয়ে 'ছায়াবৃক্ষের গল্পটি সাজানো হয়েছে। ছবিটিতে অপুর মেকাপ-গেটাপেও থাকছে ভিন্নতা। এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। নিরব-অপু ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। করোনার পর সিনেঅঙ্গন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। মুক্তির পাশাপাশি কাজ চলছে অনেক নতুন সিনেমার। সিনেমার বর্তমান অবস্থা নিয়ে অপু বলেন, 'গত বছর ভালো ভালো সিনেমা এসেছে। বছরজুড়ে আলোচনায় ছিল ঢাকাই সিনেমা। আমি মনে করি এভাবেই ঢাকাই সিনেমা আবারও সবার মন জয় করবে। ভীষণ আশাবাদী আমি ঢাকাই সিনেমা নিয়ে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে