সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

দুই সপ্তাহে ফেরদৌসের দুই ছবি

জাহাঙ্গীর বিপস্নব
  ১২ আগস্ট ২০২৩, ০০:০০
মাইক ছবির প্রচারণায় ফেরদৌস আহমেদ

মাঝখানে কয়েক বছর সিনেমাশূন্য থাকলেও গত দু'তিন বছর ধরে ব্যস্ত সময় পার করছেন দুই বাংলায় সমান সমাদৃত চিত্রতারকা ফেরদৌস আহমেদ। দেশীয় চলচ্চিত্রে ফেরদৌস আহমেদই একমাত্র নায়ক; যার কোনো উত্থানও নেই পতনও নেই। বিজ্ঞাপনচিত্রে মডেলিং, বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হওয়ার পাপাপাশি অনেক অনুষ্ঠানে উপস্থাপনা ও পারফর্ম করেও বছরজুড়ে আলোচনায় থাকেন তিনি। এমনকি আগের মতো দুই বাংলার চলচ্চিত্রেও কাজ করছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা। বেশ ক'বছর ধরে একই ধারাবাহিকতা বজায় রাখছেন তিনি। তথাকথিত বাণিজ্যিক সিনেমার চেয়ে বিকল্প এবং মনস্তাত্ত্বিক সিনেমাগুলোতেই বেশি কাজ করছেন তিনি। তবে সবচেয়ে বড় বিষয়, সরকারি অনুদানের সিনেমা মানেই এখন ফেরদৌস। বর্তমানে ফেরদৌসের হাতে যতগুলো অনুদানের সিনেমা রয়েছে, অন্য কোনো নায়কের হাতে এক-তৃতীয়াংশও নেই। বলা চলে অনুদানের চলচ্চিত্র মানেই ফেরদৌস। এই নায়কের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 'বিউটি সার্কাস' সিনেমাটিও ছিল সরকারি অনুদানের।

গত দুই বছর যেসব অনুদানের সিনেমায় কাজ করেছেন তিনি, সেসব সিনেমাগুলো এক এক করে মুক্তি পাচ্ছে চলতি মাস থেকে। পরপর দুই সপ্তাহে দু'টি সিনেমা নিয়ে দর্শকের মধ্যে হাজির হচ্ছেন তিনি। এই দু'টি সিনেমার প্রচারণা নিয়েই আপাতত ব্যস্ত ফেরদৌস। এরই মধ্যে গতকাল শুক্রবার মুক্তি পেল এই তারকার নতুন সিনেমা 'মাইক'। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে সরকারি অনুদানে নির্মিত এটি একটি শিশুতোষ চলচ্চিত্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস। তার বিপরীতে রয়েছেন ছোটপর্দার এক সময়ের আলোচিত ও ব্যস্ত মুখ তানভীন সুইটি। এর মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেছেন তারা। তরুণ লেখক, কলামিস্ট ও সংগঠক এফএম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন এফএম শাহীন ও হাসান জাফরুল (বিপুল)। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে 'মাইক' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উলেস্নখ করে চিত্রতারকা ফেরদৌস বলেন, 'স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত প্রথম শিশুতোষ চলচ্চিত্র 'মাইক'। এমন একটি মাসে এমন সময়ে আমরা মাইক সিনেমা নিয়ে এসেছি, মাইক সিনেমার গল্পের সঙ্গে এ মাসের রয়েছে গভীর সম্পর্ক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর দাঁড়িয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে। যে সময়ের প্রেক্ষাপটে (পঁচাত্তর পরবর্তী) সিনেমাটি তৈরি হয়েছে, যেটি ছিল নিষিদ্ধ সময়। আমাদের ও আমাদের পরবর্তী প্রজন্ম জানতই না যে বঙ্গবন্ধু নামে কেউ আছেন। মাঝে-মধ্যে বাবার মুখে শুনতাম, শেখ সাহেব এটা করেছেন, ওটা করেছেন। এই প্রজন্ম অনেক ভাগ্যবান যে দেশের সঠিক ইতিহাস জানতে পারছে। মাইকের মাধ্যমে নতুন প্রজন্ম স্বাধীনতার প্রকৃত তথ্য জানতে পারবেন। সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী আমি।'

আবার আগামী ১৮ আগস্ট মুক্তি পাচ্ছে ফেরদৌস অভিনীত হৃদি হক পরিচালিত প্রথম সিনেমা '১৯৭১ সেইসব দিন' সিনেমাটি। এতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করেছেন হৃদি হক নিজেই। এই সিনেমা নিয়ে ফেরদৌস আহমেদ বলেন, 'হৃদি তার বাবা ডক্টর ইনামুল হকের গল্প ভাবনায় ১৯৭১ সেইসব দিন সিনেমাটি ভীষণ যত্ন নিয়ে নির্মাণ করেছে। এই সিনেমাটি দেখার জন্যও দর্শকের মধ্যে প্রবল আগ্রহের সৃষ্টি হয়েছে। আমি মাইকে যেমন নিজের চরিত্রের প্রতি ভীষণ মনোযোগী ছিলাম। অনুরূপভাবে ১৯৭১ সেইসব দিন সিনেমাতেও অভিনয়ের সময় একই রকম মনোযোগ ছিল আমার। সত্যি বলতে কী দু'টো দু'ধরনের গল্পের সিনেমা। আর শিল্পী হিসেবে আমি আমার উপর অর্পিত দায়িত্ব সব সময়ই যথাযথভাবে পালন করার চেষ্টা করি। দু'টো সিনেমাতেই শিল্পী হিসেবে শতভাগ মনোযোগী থেকে কাজ করেছি। দর্শককে বলব আপনারা হলে গিয়ে সিনেমা দু'টি উপভোগ করুন। এখন সিনেমায় নতুন জোয়ার এসেছে। নতুন নতুন ভালো ভালো সিনেমা মুক্তি পাচ্ছে যা দর্শকের জন্যই নির্মাণ করা।'

এই দুই ছবি ছাড়াও ফেরদৌস অভিনীত আরও একগুচ্ছ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। একাধিক নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে তার। এর মধে নাচোলের রানীখ্যাত পরিচালক অহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় 'দখিনো দুয়ার' অন্যতম। গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারিতে কনকনে শীতের মধ্যে সিনেমাটির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে মাদারিপুরের শিবচরে। ছবির শেষের অংশের দৃশ্যধারণ করা হয় চট্টগ্রাম ও কক্সকাজারে গ্রীষ্মের প্রচন্ড খরতাপের মধ্যে। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়। ফেরদৌস বলেন, এই ছবিতে আমার চরিত্রের মধ্যে ভিন্নতা আছে। এলাকার একজন প্রভাবশালীর চরিত্রে অভিনয় করছি। পরিচালকও নিখুঁতভাবে কাজটি করছেন। আমরা শিল্পীরাও যত্ন নিয়ে অভিনয় করছি। সে অনেক বড়লোক। এজন্য গেটআপে পরিবর্তন এনেছি। আমি মনে করি, আমার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি সিনেমা হতে যাচ্ছে।'

দামপাড়া নামের আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে ফেরদৌসের। সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিটিকে মুক্তিযুদ্ধে একজন শহীদ পুলিশের জীবনের উপাখ্যান বলে মন্তব্য করেছেন ফেরদৌস। তিনি বলেন, এটিও আমার জীবনের অন্যমত সেরা একটি সিনেমা হতে যাচ্ছে। দামপাড়া নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। এমন চরিত্রে কখনো অভিনয় করিনি। অনেক সময় দিয়ে, ভালোবাসা দিয়ে কাজটি করেছি। সহশিল্পী ভাবনা দারুণ অভিনয় করেছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে