সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

'বঙ্গবন্ধু'র মায়ের চরিত্রে প্রশংসিত ফারজানা ছবি

বিনোদন রিপোর্ট
  ১৩ আগস্ট ২০২৩, ০০:০০

দেশের বরেণ্য একজন অভিনেত্রী ফারজানা ছবি। তিনি তার দীর্ঘদিনের অভিনয়ের ক্যারিয়ারে বহুমাত্রিক নানান চরিত্রে অনবদ্য অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। গেল বুধবার মুক্তি পেয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে নিয়ে সিনেমা 'বঙ্গমাতা'। এটি নির্মাণ করেছেন গৌতম কৈরী। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা সৈয়দা সুফিয়া খাতুনের চরিত্রে অভিনয় করেছেন মেধাবী অভিনেত্রী ফারজানা ছবি। সিনেমাটিতে ছবির অভিনয়ও ভূঁয়সী প্রশংসা পাচ্ছে। ফারজানা ছবি বলেন, 'সিনেমাটি মুক্তির পর থেকেই অনেকের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। একটি ঐতিহাসিক চরিত্রে কাজ করার শিল্পীর জন্য অনেক অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। তাও আবার বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয় করা। এটা আমার জন্য অনেক গর্বের বিষয়, পরম ভালো লাগারও।' এদিকে আজ ফারজানা ছবির জন্মদিন। জন্মদিনটি তিনি পরিবারের সঙ্গে নিজ বাসাতেই উযদাপন করবেন। এরই মধ্যে ফারজানা ছবি সকাল আহমেদের পরিচালনায় একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার চলতি ধারাবাহিক 'পিতা বনাম পুত্র গং'-এর লাস্ট লটের কাজ শেষ করেছেন। দীপ্ত টিভিতে কায়সার আহমেদ পরিচালিত 'বকুলপুর সিজন টু' ধারাবাহিকেও তিনি নিয়মিত অভিনয় করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে