সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ছোট পর্দার অনুষ্ঠানমালা

নতুনধারা
  ১৩ আগস্ট ২০২৩, ০০:০০

বাংলাভিশনে সপ্তাহের প্রতি রোববার ও সোমবার রাত ৮-১৫ মিনিটে প্রচারিত হচ্ছে- ধারাবাহিক নাটক 'বিবাহ অ্যাটাক'। কমেডি ঘরানার এই নাটকটি রচনা করেছেন মারুফ রেহমান ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, সাজু খাদেম, প্রাণ রায়, লুৎফর রহমান জর্জ, সাদিয়া জাহান প্রভা, সামিয়া অথৈ, পূর্ণিমা বৃষ্টি, ওয়ালিউল হক রুমি, আরজুমান্দ আরা বকুলসহ অনেকে।

মাছরাঙা টেলিভিশনে রাত ১০:৩০ মিনিটে রবীন্দ্রনাথের প্রয়াণদিবস উপলক্ষে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান 'তোমার অসীমে'। কবিতা, গান ও আলোচনাভিত্তিক এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীতশিল্পী শামা রহমান। আর কবিতা আবৃত্তি করবেন সামিউল পোলাক। প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম।

বৈশাখী টিভিতে সপ্তাহের প্রতি শনি থেকে সোমবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'ফ্যামিলি ডিসটেন্স'। হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, ডলি জহুর, ওয়াহিদা মলিস্নক জলি, চিত্রলেখা গুহ, সাবেরি আলম, শফিক খান দিলু, হারুনুর রশিদ বান্টি, শাহেদ শরিফ খান, হাসান জাহাঙ্গীর, আশিক চৌধুরী, চাঁদনী, তারিক স্বপন, সিয়াম নাসির, অনন্য অনু, আইবি নূর, নিঝুম রুবিনা প্রমুখ।

এটিএন বাংলায় সপ্তাহের প্রতি রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'স্বপ্নের রানি'। নাটকটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ। রেজওয়ান খানের রচনা ও কায়সার আহমেদের পরিচালনায় এতে অভিনয় করছেন নাদিয়া আহমেদ, সাজু খাদেম, শাহেদ শরীফ খান, জামিল হোসাইন, নাবিলা ইসলাম, মুকিত জাকারিয়া, হুমাইরা হিমু, সুমনা সোমা, ওয়ালিউল হক রুমি, এমিলা হক, স্বর্ণলতা, সাঈদ বাবুসহ অনেকে।

চ্যানেল আইতে আজ রাত ৮.৩০ মিনিটে রয়েছে ৩২ নম্বর, ধানমন্ডি থেকে রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় বঙ্গবন্ধুর প্রিয় রবীন্দ্রনাথের গান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শহিদুল আলম সাচ্চু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে