সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

আবারও সিনেমার গানে বেলাল ও কোনাল

বিনোদন রিপোর্ট
  ১৪ আগস্ট ২০২৩, ০০:০০

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই সঙ্গীতশিল্পী বেলাল খান ও সোমনূর মনির কোনাল। দুইজন বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে পেস্ন-ব্যাক করেছেন। গত শনিবার রাতে তারা দুইজন আবারও নতুন একটি সিনেমায় পেস্ন-ব্যাক করেছেন। সিনেমার নাম 'মধ্যবিত্ত'। এরই মধ্যে সিনেমার কাজ শেষ হয়েছে। গানের কাজ বাকি আছে। তাই আপাতত পরিচালক বাকিউল আলম সিনেমার গানের কাজ শেষ করার চেষ্টা করছেন। বাকিউল আলমের লেখা ও মাহফুজ ইমরানের সুরে, রিয়েল আশিকের সঙ্গীতে বেলাল ও কোনাল 'টান-তোমার জন্য এই পরানে লাগে বড় টান' গানটিতে কণ্ঠ দিয়েছেন। বেলাল খান বলেন, 'কোনাল গানটি অনেক দরদ দিয়ে, ভালোলাগা দিয়ে গেয়েছে। আমিও অনেক আবেগ দিয়ে মনের মতো করে গানটি গাইবার চেষ্টা করেছি। গীতিকার-সুরকার গানটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত। আমার কাছেও মনে হচ্ছে যে, অনেকদিন পর একটি অন্যরকম ভালোলাগার গান গাইলাম। দেখা যাক, সিনেমা মুক্তির পর গানটি শ্রোতা দর্শকের মধ্যে কতটা সাড়া ফেলতে পারে।' এদিকে বেলাল খান জানান, আগামী শোক দিবসের পর তিনি নতুন কয়েকটি একক গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। অন্যদিকে কোনালও গানের সুসময়ে আছেন। গত রোজার ঈদে 'লিডার আমিই বাংলাদেশ' সিনেমার 'সুরমা সুরমা দিনে' গানটি দারুণ জনপ্রিয়তা পায়। পরে 'প্রহেলিকা' সিনেমার 'মেঘের নৌকা তুমি' যেন আরও বেশি জনপ্রিয়তা পায়। এরপর 'প্রিয়তমা' সিনেমার 'ও প্রিয়তমা' গান দিয়ে যেন কোনাল অভূতপূর্ব সাড়া ফেললেন। এই গানে তার সহশিল্পী বালাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে