সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ভাবনার বিয়ের বাদক মারজুক!

বিনোদন রিপোর্ট
  ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

অভিনেতা, কবি, গীতিকার মারজুক রাসেল। সাহিত্য চর্চার পাশাপাশি অসংখ্য নাটক, টেলিফিল্মে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। মারজুক রাসেল সাধারণত ব্যতিক্রমী এবং কমেডি চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি বাদক চরিত্রে অভিনয় করলেন। ফেরারি ফরহাদের রচনা এবং অ্যালেন টিটোর পরিচালনায় 'বাদক' নামে একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়েছে। নাটকে দেখা যায় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার বিয়েতে বাদক হয়ে আসেন মারজুক রাসেল। কিন্তু বিপত্তি ঘটে সেই বিয়ে বাড়িতে। একদিকে ভাবনার বিয়ে হয়ে যায় অন্যদিকে বাদক দলকে আটক করা হয়। এরপর বিয়ে বাড়ির গল্প অন্যদিকে মোড় নেয়। এমনকি এক গল্পে নির্মাণ হয়েছে নাটক 'বাদক'। এতে বাদক চরিত্রে অভিনয় করেছেন মারজুক। এ ছাড়া আরও দেখা যাবে কচি খন্দকার, সিয়াম নাসির ও মিলন ভট্টাচার্যকে। নাটকটি প্রসঙ্গে নির্মাতা অ্যালিন টিটু বলেন, বিয়ে বাড়ির দারুণ একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। এখানে দর্শক মারজুক রাসেল ভাইকে বাদক চরিত্রে দেখবেন। বিয়ে বাড়িতে কোনো কারণে পাত্রীর বিয়ে ভেঙে গেলে বাদক বা অন্যদের কি ধরনের সমস্যায় পড়তে হয় সেটি তুলে ধরেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে