শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মিমের আয়োজনহীন জন্মদিন আজ

বিনোদন রিপোর্ট
  ১০ নভেম্বর ২০২৩, ০০:০০
ছবিটি বিদ্যা সিনহা মিমের ফেসবুক থেকে নেওয়া

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম বেশ কয়েক বছর ধরে দারুণ সময় কাটাচ্ছেন। নাটক ছেড়ে এখন পুরো দস্তুর চিত্রনায়িকা বনে গেছেন এই লাক্স তারকা। গত বছরের আলোচিত দুই সিনেমা পরাণ ও দামাল-এ নজরকাড়া সৌন্দর্য আর অভিনয়-নৈপুণ্যে মুগ্ধ করেছেন দর্শককে। সম্প্রতি ঘোষিত হওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ এ সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছেন মিম অভিনীত 'পরাণ'। গত সেপ্টেম্বরে মুক্তি পাওয়া এই অভিনেত্রীর বহুল প্রতীক্ষিত অন্তর্জাল সিনেমাটিও দর্শক ও সুধীমহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। দেশের গন্ডি পেরিয়ে কাজ করেছেন কলকাতার চলচ্চিত্রেও। অচিরেই মুক্তি পাচ্ছে টলিউড তারকা জিৎ ও মিম জুটির নতুন ছবি 'মানুষ'। চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রে মডেলিং করেও সাফল্য পাচ্ছেন তিনি।

আজ এই তারকার জন্মদিন। রুপালি পর্দার গস্ন্যামার গার্ল অভিনেত্রী হলেও তার জন্মদিনটা কাটে সাদামাটাভাবে। অন্যদের মতো ঢাকঢোল পিটিয়ে জমকালো আয়োজনে নিজের জন্মদিন পালন করেন না বিশেষ এই দিনটি। তবে প্রতি বছরই মতো ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। মিম জানান, অন্যান্য জন্মদিনের মতো এবারের জন্মদিনটিও পরিবারের সঙ্গে পালন করবেন তিনি। জন্মদিনের বিশেষ এই প্রহরটি তিনি সব সময়ই তার পরিবারের প্রিয় মুখগুলোর সঙ্গে কাটাতে চান। যেখানে থাকেন তার বাবা, মা এবং আদরের ছোট বোন। কিন্তু বিয়ের পর এই চিত্রটা বদলে গেছে। তাছাড়া তার মা-ও এখন দেশের বাইরে। এ কারণে শ্বশুরবাড়ির সবার সঙ্গেই জন্মদিনের আনন্দ ভাগাভাগি করবেন এই তারকা। মিম বলেন, 'এবারের জন্মদিনে হয়তো কোথাও ঘুরতে যেতে পারি। আবার নাও হতে পারে। আসলে এখনো ভাবিনি কীভাবে দিনটা যাবে। আর সবাই যখন জন্মদিনের শুভেচ্ছা দেন, সেটা খুব উপভোগ করি। সবার কাছে আশীর্বাদ চাই।'

জন্মদিন নিয়ে মিম আরও বলেন, 'ছোটবেলায় জন্মদিন আর এখনকার জন্মদিনের মধ্যে বিস্তর ব্যবধান। যদিও তখনকার মতো এখনও গিফট পাই। তবে এখনকার মতো ছোটবেলায় জন্মদিনের এতো শুভেচ্ছা পেতাম না। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা প্রচুর শুভেচ্ছা জানান। তাদের ভালোবাসার কাছে আমি সত্যিই ঋণী। শোবিজে কাজ করি বলে জন্মদিন নিয়ে পত্রিকায় লেখা হয়, চ্যানেলে দেখানো হয়। কিন্তু ছোটবেলায় সেটা হতো না।'

১৯৯২ সালের এই দিনে (১০ নভেম্বর) রাজশাহীতে জন্মগ্রহণ করলেও মিম বেড়ে উঠেছেন ভোলায়। বাবার চাকরি সূত্রে এক সময় কুমিলস্নায় থিতু হন। কুমিলস্নার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও কুমিলস্না ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পাস করেন মিম। ২০০৮ সালে 'লাক্স-চ্যানেল আই সুপারস্টার' প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ের মুকুট পরেন তিনি। সেই সুবাদে অভিনয় করেন প্রয়াত কথাসাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের 'আমার আছে জল' সিনেমাতে। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বিজ্ঞাপন-নাটকের চেয়ে সিনেমায় ব্যস্ততা বাড়ে তার। শাকিব খান, আরেফিন শুভ ও বাপ্পী চৌধুরীসহ সময়ের আলোচিত নায়কদের বিপরীতে অভিনয় করে প্রশংসিত হন। ২০১৬ সালে 'জোনাকির আলো' সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে