সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

এবার নাটকের ভিলেন দীপা খন্দকার

বিনোদন রিপোর্ট
  ২৮ নভেম্বর ২০২৩, ০০:০০

দেশীয় শোবিজে খুব কম সফল অভিনয়শিল্পী রয়েছেন, যাদের শুরুটা মঞ্চ দিয়ে হয়নি। দীপা খন্দকার তেমনি এক সফল অভিনেত্রী। কোনো রকম মঞ্চ অভিজ্ঞতা ছাড়াই টানা ২৫ বছর ধরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। ছোট পর্দায় বিজ্ঞাপনচিত্রে মডেলিং ও নাটকে অভিনয়ের প্রশংসা কুড়িয়েছেন চলচ্চিত্রেও। ২৫ বছর আগে 'কাকতাড়ুয়া' নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী কখনো অভিনয়ে বিরতি নেননি। টানা কাজ করে গেছেন। কখনো কখনো পুরো মাস তার ব্যস্ততা ছিল আবার কখনো কখনো কাজ একটু কমিয়ে সংসারে সময় দিয়েছেন। তবে কখনোই তিনি অভিনয় থেকে দূরে সরে যাননি। কারণ, অভিনয়ই তার কাছে মনে প্রাণে নেশা ও পেশা। নিজেকে একজন অভিনেত্রী হিসেবে তাই সবসময় ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করেন।

দর্শকের কাছে ভীষণ প্রিয় দীপা খন্দকার দীর্ঘদিন পর নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন। দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক সাজ্জাদ সুমন পরিচালিত 'মাশরাফি জুনিয়র' নাটকের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন দীপা খন্দকার সোনিয়া চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। দীপা খন্দকার বলেন, 'নাটকে যদিও আমার শুরুটা পজিটিভ উপস্থিতি দিয়েই। কিন্তু মূলত আমার চরিত্রটি নেগেটিভ। আমি জেনে বুঝেই এই চরিত্রে কাজ করার জন্য আগ্রহী হয়ে উঠি। এরই মধ্যে ধারাবাহিকটির তিন দিনের শুটিংয়ে আমি অংশ নিয়েছি। সাজ্জাদ সুমনের পরিচালনায় এর আগে কাজ করেছি কিনা, ঠিক মনে নেই। কিন্তু এবার কাজ করে মনে হলো- বেশ গুছিয়ে কাজ করে আমার কাছে ভালো লেগেছে। আর ধারাবাহিকটি এরই মধ্যে বেশ দর্শকপ্রিয়তাও পেয়েছে। আশা করছি, নাটকে আমার ভিন্ন ধরনের উপস্থিতিও দর্শকের ভালো লাগবে।'

এর আগে চলচ্চিত্রে খলনায়িকা হিসেবে অভিনয় করেছেন এই অভিনেত্রী। রিভেঞ্জ নামের এই সিনেমাটির কাজ তিন বছর আগে শেষ হলেও এখনো আলোর মুখ দেখেনি। সর্বশেষ গত ঈদে সিনেমাটি মুক্তির কথা থাকলেও আরেক দফা পিছিয়ে যায় ছবিটি। ইতিবাচক চরিত্রে অভিনয় থেকে হঠাৎ করে নেতিবাচক চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, 'এ দেশের পুরুষতান্ত্রিক মানসিকতা এমন যে, একজন মেয়ে সমাজে 'ডমিনেট' করবে- এটা তারা পছন্দও করেন না এবং মেনেও নিতে চান না। তখন এ ধরনের চরিত্রে নারীদের চিরাচরিত নেগেটিভ রূপেই উপস্থাপন করা হয়। ফলে এমন অভিনয় দর্শকের কাছেও জনপ্রিয় হয় না। তবে এ ধরনের চরিত্র যদি যথাযথভাবে উপস্থাপন করা যায়, তাহলে অবশ্যই নারী ভিলেনও জনপ্রিয় হবে।'

এদিকে আজ দীপা খন্দকারের জন্মদিন। জীবনের বিশেষ এই দিন নিয়ে দীপা খন্দকার বলেন, 'জন্মদিন উপলক্ষে কোনো কাজ রাখিনি। আমার স্বামী অভিনেতা শাহেদ আলী, দুই সন্তান আদ্রিক ও আরোহীকে নিয়েই দিনটি বিশেষভাবে উদযাপন করার চেষ্টা করব। আর কিছু কাছের মানুষতো আসবেই-এটা আমার আত্মবিশ্বাস। দোয়া চাই সবার কাছে।'

দীপা খন্দকার জানান, শিগগিরই মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় 'ডার্ক ওয়ার্ল্ড' সিনেমার বাকি কাজ শেষ করবেন তিনি। এতে তার বিপরীতে আছেন মিশা সওদাগর। দীপা এরই মধ্যে শেষ করেছেন সেলিনা হোসেনের গল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'বাকিটা' ইতিহাসের কাজ। এতে তার বিপরীতে আছেন শতাব্দী ওয়াদুদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে